Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

উত্তাল ইরানে বিক্ষোভ তুঙ্গে, রাস্তায় সরকারসমর্থকরা দাঙ্গার আশংকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২০, ০৮:০৯ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০২০, ০৮:০৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রবিবার তেহরান বিশ্বদ্যিালয়ের প্রধান তোরণে জড়ো হয় প্রায় দেড়শ বিক্ষোভকারী। সিএনএন শহরের বিভিন্ন স্থানে জড়ো হন আরও কয়েক হাজার বিক্ষোভকারী। তারা ইরানের ইসলামিক প্রজাতন্ত্রী সরকার আর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

ইরান সরকার ‘ভুল করে’ একটি ইউক্রেনিয়ান উড়োজাহাজ ফেলে দেয়ার কথা স্বীকার পর থেকে শুরু হয় এই আন্দোলন।  অবশ্য সরকারের পক্ষেও রাস্তায় নেমেছেন কয়েক হাজার বিক্ষোভকারী। তাদের অনেকেই রাস্তার মাঝে শুকরানা নামাজ আদায় করছেন।  দুই দলই রাস্তায় নামার কারণে দেখা দিয়েছে দাঙ্গার সম্ভাবনা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশের পাশাপাশি রাস্তায় টহল দিতে দেখা গেছে সাধারণ পুলিশ, বিপ্লবী গার্ড বাহিনী ও সাদা পোশাকের নিরাপত্তা কর্মীদের।

শনিবারের বিশাল বিক্ষোভের পর সতর্ক ছিলো নিরাপত্তা সংস্থাগুলো। তবে রোববারও পরিত্যক্ত মার্কিন দূতাবাসের সামনে দেখা গেছে বেশ কয়েকশো বিক্ষোভকারীকে।

Bootstrap Image Preview