Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরানকে আটকাতে এবার চীনকে আমেরিকার হুমকি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২০, ০৭:২৮ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০২০, ০৭:২৮ PM

bdmorning Image Preview


ইরানের কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখলে চীনের বিরুদ্ধে আবারো নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের কাছ থেকে তেল কিনে চীন বেআইনি কাজ করছে।

তিনি আরো বলেন, যেসব দেশ বা কোম্পানি ইরানের ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করবে সেসব দেশ ও কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন।

এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্টিফেন মানুচিন রোববার ঘোষণা করেন, চীন ইরানের কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখলে দেশটির বিরুদ্ধে তার মন্ত্রণালয় নিষেধাজ্ঞা আরোপ করবে।

মার্কিন মন্ত্রীরা এমন সময় বেইজিংকে এ হুমকি দিলেন যখন চীনা কর্মকর্তারা বারবার বলে এসেছেন, তারা ইরানের ওপর আমেরিকার আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা মানেন না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। আমেরিকা ঘোষণা করে, তারা ইরানের তেল রপ্তানিকে শূন্যের কোঠায় নামিয়ে আনবে। কিন্তু ওয়াশিংটন এখন পর্যন্ত তার সে ঘোষণা বাস্তবায়ন করতে পারেনি। চীন, ভারত, ইরাক, রাশিয়া ও তুরস্কসহ আরো বহু দেশ আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন চালিয়ে যাবে বলে ঘোষণা করেছে।

Bootstrap Image Preview