Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, এপ্রিল ২০২০ | ২১ চৈত্র ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

আইএস নেতার ওজন ২৫৪ কেজি, আটকের পর গাড়িতে জায়গা না হওয়ায় নিতে হলো ট্রাকে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২০, ০৭:১০ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০২০, ০৭:১০ PM

bdmorning Image Preview


আইএস প্রধান আবু বকর-আল বাগদাদির পরই জঙ্গি সংগঠনের অন্যতম প্রধান তিনি

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) এক নেতাকে আটক করেছে ইরাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দেশটির মসুল অঞ্চল থেকে ইরাকি সোয়াট বাহিনীর হাতে ধরা পড়েন আবু আবদুল বারি নামের ওই জঙ্গি নেতা। 

বারিকে আটকের পর তার ওজন নিয়ে বেশ বিপত্তিতে পড়েন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ২৫৪ কেজি ওজনের এই সন্ত্রাসীকে সাধারণ গাড়িতে করে নিতে পারেননি তারা। ফলে ব্যবস্থা করতে হয় ট্রাকের। তবে কীভাবে বিশাল বপু বারিকে গোপন আস্তানা থেকে বের করা হয়েছে তা জানা যায়নি।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়, বারি আইএসের একজন প্রভাবশালী ও শীর্ষ স্থানীয় নেতা। আইএস প্রধান আবু বকর-আল বাগদাদির পরই জঙ্গি সংগঠনের অন্যতম প্রধান তিনি।  

জঙ্গি সংগঠনটির সদস্যদের কাছে বারি ধর্ম সংক্রান্ত আইনের একজন বিশেষজ্ঞ (মুফতি) ছিলেন। মসুল আইএসের দখলে থাকাকালীন  তাদের অনুগত্য স্বীকার করে না নেওয়ায় অনেক ধর্মীয় নেতাকে হত্যার "ফতোয়া" দেন তিনি।  

এছাড়াও ২০১৪ সালে আইএস কথিত খিলাফাত ঘোষণা করার পর বারি একটি মসজিদ ধ্বংসের নির্দেশ দেন। ওই স্থানে নবী ইউনুস (আ.)সমাধি রয়েছে বলে মুসলিমরা বিশ্বাস করেন।  

Bootstrap Image Preview