Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজ থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে মাহমুদউল্লাহবাহিনী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২০, ১১:২২ AM
আপডেট: ১৯ জানুয়ারী ২০২০, ১১:২২ AM

bdmorning Image Preview


আর মাত্র কয়েকদিন পরেই পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজকে সামনে রেখে আজ রবিবার থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে মাহমুদউল্লাহবাহিনী। 

বঙ্গবন্ধু বিপিএল চলাকালীন সেভাবে প্রস্তুতি নিতে পারেননি ক্রিকেটাররা। তাই পাকিস্তানের বিপক্ষে চূড়ান্ত লড়াইয়ে নামার আগে তিন দিনের এই প্রস্তুতি ক্যাম্প দিয়ে নিজেদের ঝালাই করে নিবেন ক্রিকেটাররা।

প্রস্তুতি ক্যাম্পের প্রথমদিন অনুশীলন শুরু হবে দুপুর ২টায়। এরপর সোমবার এবং মঙ্গলবার দুপুর একটা থেকে অনুশীলনে নামবেন জাতীয় দলের ক্রিকেটাররা। এই ক্যাম্পে ক্রিকেটারদের তত্ত্বাবধানে থাকবেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো এবং ফিজিও জুলিয়ান ক্যালেফাতো।  

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে আগামী ২৪ জানুয়ারি। এরপর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ২৫ জানুয়ারি। একদিনের বিশ্রামের পর ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। সিরিজের সবকয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

টি-টোয়েন্টি সিরিজের পরেই দেশে ফিরে আসবে বাংলাদেশ দল। দ্বিতীয় দফায় পাকিস্তানে গিয়ে ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলবে তারা। এরপর তৃতীয় দফায় ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডে খেলার পর ৫ এপ্রিল একই ভেন্যুতে দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ।

Bootstrap Image Preview