Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ছেলের জন্য ভোট চাইতে মাঠে তাবিথের মা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২০, ০৯:১০ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০২০, ০৯:১০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ছেলের পক্ষে ভোট চাইতে এবার মাঠে নামলেন মা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে (ডিএনসিসি) বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের মা নাসরিন আউয়াল মিন্টু ধানের শীষের পক্ষে ভোট চান।

শনিবার উত্তর সিটির ১৭নং ওয়ার্ডের খিলক্ষেত, কুড়িল ও কাজীবাড়ী থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে ছেলের জন্য ভোট চান। তার সঙ্গে স্থানীয় মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে শনিবার সকালে রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় গণসংযোগ করেন ছেলে তাবিথ আউয়াল। তার সঙ্গে অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন, নিপুণ রায় চৌধুরী, আকরামুল হাসান, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, কাউন্সিলর প্রার্থী হেলাল কবির হেলু, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

এ সময় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের দেয়া বক্তব্যে জাল ভোটের আশঙ্কা বেড়েছে বলে মন্তব্য করেন তাবিথ আউয়াল।

তিনি বলেন, নির্বাচন কমিশনার রফিকুল ইসলামের বক্তব্যে ইভিএম নিয়ে আমাদের যে শঙ্কা সেটি প্রমাণিত হয়েছে। নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাল ভোট ঠেকাতে প্রস্তুত রয়েছে কিনা, এটি এখন ভোটারদের মূল প্রশ্ন।

তাবিথ আউয়াল বলেন, একজন নির্বাচন কমিশনার গতকাল (শুক্রবার) স্পষ্ট করেই বলেছেন– ‘কেন্দ্র দখল করা গেলে ইভিএমে জাল ভোট দেয়া যাবে’। তার এই বক্তব্যের পর ইভিএম নিয়ে আমাদের বক্তব্য সত্য প্রমাণিত হয়েছে, আশঙ্কা আরও বেড়েছে। কারণ আওয়ামী লীগ কেন্দ্র দখল করতে চাইলে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা ঠেকাতে প্রস্তুত রয়েছে কিনা এ প্রশ্ন ভোটারদের রয়েছে।

ভোটাররা বিএনপিকে ভোট দিতে প্রস্তুত জানিয়ে তিনি বলেন, জনগণ ভোট দিতে চায়, ভোট দেয়ার পরিবেশ তৈরির দায়িত্ব ইসির। তিনি বলেন, ভোটারদের মধ্যে কিছুটা ভয়ভীতি কাজ করছে ঠিকই; কিন্তু এবার তারা সব ভয়ভীতি উপেক্ষা করে কেন্দ্রে গিয়ে ভোট দিতে প্রস্তুত রয়েছে। ভোটাররা চায় গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, ভোটের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে।

ভোটারদের কেন্দ্রে নিতে বিএনপি নেতাকর্মীরা সহযোগিতা করবেন জানিয়ে তাবিথ আউয়াল বলেন, ভোটকেন্দ্রে আমরা থাকব, নেতাকর্মীরা থাকবে এবং এবার জনগণও থাকবে। আমাদের ওপর প্রতিপক্ষ হামলা করলেও আমরা শক্ত অবস্থানে থাকব। আমরা আইন মেনে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। ভয়ভীতি আমাদের কাবু করতে পারবে না।

Bootstrap Image Preview