Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে কারণে পাকিস্তান সফরে টাইগার দলে হাসান মাহামুদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২০, ০৫:৪৪ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০২০, ০৫:৪৪ PM

bdmorning Image Preview


পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য টাইগারদের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এই দলের নতুন মুখ হাসান মাহামুদ। 

সদ্য শেষ হওয়া বঙ্গবন্ধু বিপিএলে হাসান ঢাকা প্লাটুনের হয়ে খেলছেন। বিপিএলে উইকেটশিকারে তার নাম ওপরের দিকে নেই। বোলিং পরিসংখ্যান দেখলেও আহামরি কিছু মনে হবে না। ওভারপ্রতি ৯.২০ রান দিয়ে ১৩ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট নিয়েছেন। এর মধ্যে খুলনার বিপক্ষে ৩২ রানে ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচ সেরা।

কিন্তু তাঁর পরেও জাতীয় দলে তিনি। এমন প্রশ্ন সবার মনেই আসতে পারে। আসলে বিপিএলে ঘণ্টায় সর্বোচ্চ ১৪২.৪০ কিমি গতি তুলেছেন তিনি। আর নিয়মিতই বল করেছেন ১৪০ কিলোমিটারের আশেপাশে। সেই কারনেই পাকিস্তান সফরে তাকে দলে নিয়েছেন নির্বাচকরা। 

Bootstrap Image Preview