Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাসিত হলেন রাবাদা 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২০, ০৪:৩২ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০২০, ০৪:৩২ PM

bdmorning Image Preview


আচরণবিধি ভেঙে আইসিসি’র নির্বাসনের মুখে পড়লেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা৷ সেন্ট জর্জেস পার্কে জো রুটের উইকেট নেওয়ার পর রাবাদার আগ্রাসী সেলিব্রেশন তাঁকে আইসিসি’র কাঠগড়ায় তোলে৷ ম্যাচ রেফারি তাঁকে দোষি সাব্যস্ত করায় এক ম্যাচের জন্য নির্বাসিত হতে হয় রাবাদাকে৷ যার অর্থ, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টে মাঠে নামতে পারেবন না তিনি৷

পোর্ট এলিজাবেথে তৃতীয় টেস্টের প্রথম দিনে ইংল্যান্ড অধিনায়ক জো রুটকে আউট করার পর তাঁর সামেন এসে আগ্রাসী ভঙ্গিতে সেলিব্রেট করতে দেখা যায় রাবাদাকে৷ বিষয়টি আইসিসি’র আচরণবিধি বিরোধী৷ আইসিসি’র কোড অফ কন্ডাক্টের ২.৫ ধারা অনুযায়ী রাবাদাকে লেভেল ওয়ান পর্যায়ে অপরাধী সাব্যস্ত করা হয়৷

এই ধারায় আন্তর্জতিক ম্যাচে ব্যাটসম্যানকে আউট করার পর বোলারদের কটুক্তি বা অপমানজনর অঙ্গভঙ্গি করা নিষেধ করা রয়েছে৷ ফলে রাবাদার ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়৷গত ২৪ মাসে রাবাদার ডিসিপ্লিনারি রেকর্ডে এটি চতুর্থ ডিমেরিট পয়েন্ট যোগ হয়৷ ফলে তাঁকে একটি টেস্ট থেকে নির্বাসিত করে আইসিসি৷ 
 

Bootstrap Image Preview