Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এমবাপ্পের জোড়া গোলে জিতল পিএসজি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২০, ০১:৫৬ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০২০, ০১:৫৬ PM

bdmorning Image Preview


দিনতিনেক আগে বারদুয়েক লিড নিয়েও মোনাকোকে হারাতে পারেনি পিএসজি। ৩-৩ গোলে ড্র হয়েছিল সেই ম্যাচ। এবার কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে মোনাকোর মাঠে ৪-১ এ জিতল পিএসজি। নেইমার ও পাবলো সারাবিয়া টমাস টুখেলের দলের অপর দুই গোলদাতা। বুধবার দু-দু’বার লক্ষ্যভেদে ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পে এ মৌসুমে নিজের গোলসংখ্যা ২০-এ নিয়ে গেলেন।

আট পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে শীর্ষস্থান সুসংহত করা পিএসজি এ নিয়ে লিগে ২০ ম্যাচে ৫০তম গোল করল। এমবাপ্পে ২৪ ও ৯০ মিনিটে গোল দুটি করেন। মাঝে প্রথমার্ধের যোগ করা সময়ে নেইমার পেনাল্টিতে এবং বদলি হিসেবে মাঠে নামার মাত্র কয়েক সেকেন্ড পর পাবলো সারাবিয়া স্কোরলাইন ৪-১ করেন।

মার্কাস রাশফোর্ডকে খেলানোর সিদ্ধান্ত বুমেরাং হল। ম্যানইউ স্ট্রাইকারের ইনজুরি কোচ ওলে গুনার সুলশারের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। গত পরশু এফএ কাপের চতুর্থ রাউন্ডে চলে গেছে ম্যানইউ। তৃতীয় রাউন্ডের ম্যাচে হুয়ান মাতার দেয়া একমাত্র গোলে উলভসকে হারিয়ে। তবে ওল্ড ট্রাফোর্ডে চড়া মূল্য দিতে হয়েছে স্বাগতিকদের।

৬৪ মিনিটে ড্যানিয়েল জেমসের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন রাশফোর্ড। ১৬ মিনিট পর পিঠে চোট পেয়ে ম্যাচ থেকে ছিটকে পড়েন ২২ বছরের স্ট্রাইকার। রোববার লিভারপুলের বিপক্ষে ম্যানইউর গুরুত্বপূর্ণ ম্যাচে রাশফোর্ডের খেলার ওপর প্রশ্নচিহ্ন ঝুলছে। প্রিমিয়ার লিগ জেতার কোনো সুযোগ নেই। এফএ কাপই ভরসা। সেখানে আবার রাশফোর্ডের ইনজুরি।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অসুস্থ। মাঠে নামার মতো অবস্থায় ছিলেন না। ওদিকে জ­াটান ইব্রাহিমোভিচ সন্ধ্যাটা কাটিয়েছেন বেঞ্চে বিশ্রাম নিয়ে। তাতে অবশ্য জুভেন্টাস ও এসি মিলানকে বেগ পেতে হয়নি ইতালিয়ান কাপের শেষ আটে জায়গা করে নিতে।

বুধবার প্রতিপক্ষের মাঠে রোনাল্ডোবিহীন জুভেন্টাস ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে উদিনেসকে। মিলান ৩-০ গোলে স্পালকে। জুভেন্টাসের বড় জয় দিবালার জাদুতে। নিজে দুই গোল করেন। গনজালো হিগুয়াইনকে দিয়ে একটি গোল করান। অপর গোলটি দগলাস কস্তার। মিলানের তিন গোলদাতা প্লাতেক, কাস্তিল্লেজো ও হার্নান্দেজ।

Bootstrap Image Preview