Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বরগুনায় স্বামীর সঙ্গে বন্ধুর বাড়িতে গিয়ে নববধূ নিখোঁজ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২০, ০৭:৩১ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০২০, ০৭:৩১ PM

bdmorning Image Preview


বরগুনার তালতলী উপজেলায় স্বামীর সঙ্গে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়েছেন নববধূ চম্পা বেগম। নিখোঁজের ৫দিন অতিবাহিত হলেও নববধূকে উদ্ধার করতে পারেনি পুলিশ।এ ঘটনায় তালতলী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি তালতলী উপজেলার কলারং গ্রামের চান মিয়ার কন্যা চম্পাকে পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার চাকামুইয়া ইউনিয়নের গামুরী বুনিয়া গ্রামের কাদের হাওলাদারের ছেলে বাবুলের সঙ্গে বিয়ে হয়। বুধবার নববধূকে তুলে নেয়ার কথা রয়েছে।

স্বামী বাবুল হাওলাদার শ্বশুরবাড়িতে এসে নববধূকে নিয়ে বন্ধুর বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে গত রোববার রাতে নিয়ে যায়। এরপর থেকে নববধূ নিখোঁজ রয়েছে। স্বামী বাবুলেরও খোঁজ পাওয়া যাচ্ছে না।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মোবাইল ফোনে বাবুলের সঙ্গে তার পরিবারের যোগাযোগ থাকলেও নববধূ কোথায় আছেন এর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

চম্পার পিত্রালয়ের লোকজন অনেক খোঁজাখুঁজি করে ৫ দিনেও নববধূর সন্ধান পায়নি। নববধূ চম্পার বাবা চান মিয়া সিকদার অভিযোগ করে বলেন, জামাতা বাবুল হাওলাদার তার মেয়েকে বন্ধুর বাড়িতে বেড়াতে নেয়ার কথা বলে গুম করে রেখেছেন।

এ ঘটনায় চম্পার বাবা চান মিয়া সিকদার মঙ্গলবার তালতলী থানায় জামাতা বাবুলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে জামাতা বাবুল হাওলাদারের সঙ্গে বারবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

তালতলী থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, মেয়ের বাবা থানায় এসে জামাতার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করে গেছেন। দ্রুত মেয়েটিকে উদ্ধার করার চেষ্টা চলছে।

Bootstrap Image Preview