Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘আমার মনে হয় না, ধোনি আর কখনো ভারতের হয়ে খেলতে পারবে' হরভজন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২০, ০৩:৩৫ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০২০, ০৩:৩৫ PM

bdmorning Image Preview


অনেকেই বিষয়টিকে দেখছেন তার ক্যারিয়ারের শেষের শুরু হিসেবে। গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই শুরু হয়েছিল যে মিশন, তারই শেষ পদক্ষেপ বোর্ডের কেন্দ্রীয় চুক্তিকে মহেন্দ্র সিং ধোনিকে বাদ দেয়ার সিদ্ধান্ত- এমনটাই মানছেন ভারতের অনেক বিশ্লেষকরা। আর কখনোই ভারতীয় দলে নেয়া হবে না ধোনিকে, এমন কথাও বলছেন কেউ কেউ।

যার মধ্যে অন্যতম জাতীয় দলের ধোনির একসময়কার সতীর্থ হরভজন সিং। এ অফস্পিনারের মতে, যত ভালোই করুক না কেন, ধোনি আর খেলতে পারবেন না ভারতের হয়ে। এমন মনে করার পেছনে নিজের ব্যাখ্যাও অবশ্য দিয়েছেন ৩৯ বছর বয়সী এ ক্রিকেটার।

ভারতীয় সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে হরভজন বলেন, ‘আমার মনে হয় না, ধোনি আর কখনো ভারতের হয়ে খেলতে পারবে। যেহেতু সে আগেই সিদ্ধান্ত নিয়েছিল ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্তই খেলবে। সে এখন নিশ্চয়ই আইপিএলের জন্য প্রস্তুতি নিচ্ছে।’

বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ২০১৮-১৯ মৌসুমে এ ক্যাটাগরিতে ছিলেন ধোনি। কিন্তু বাদ পড়ে গেলেন এবার। ২০০৫-০৬ মৌসুম থেকে টাকা ২০১৮-১৯ মৌসুম পর্যন্ত কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন তিনি। এত বেশি সময় আর কোনো ভারতীয় ক্রিকেটার বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকতে পারেননি।

তবে এবার চুক্তিতে না থাকলেও, ধোনির জন্য জাতীয় দলের দরজা খোলাই রয়েছে বলে জানিয়েছে বোর্ড কর্মকর্তা। দলের প্রধান কোচ রবি শাস্ত্রী বলেছিলেন, আইপিএলে ভালো করতে পারলে, ধোনিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্যও বিবেচনা করা হবে। কিন্তু হরভজন এমনটা মানতে নারাজ।

তার মতে ধোনি আইপিএলে ভালো করলেও সুযোগ পাবে না। এর কারণ হিসেবে বলেন, ‘আমি নিশ্চিত এবারের আইপিএলটা দারুণ খেলবে ধোনি। তবু যেটা বললাম, আমার মনে হয় না সে আইপিএলে ভালো করলেও জাতীয় দলে খেলার সুযোগ পাবে। রিশাভ পান্তও যদি আইপিএলে ভালো করে? তখন কি আপনি পান্তকে দল থেকে বাদ দিতে পারবেন?’

Bootstrap Image Preview