Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৩১ বাংলাদেশিকে বিমানে তুলে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২০, ০৯:২২ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০২০, ০৯:২২ PM

bdmorning Image Preview


মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ ফ্লাইটে তাদের ফেরত পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে বিমানবন্দরের একটি সূত্র।

ফেরত আসা এই বাংলাদেশিরা জানিয়েছেন, আমেরিকায় অবৈধভাবে অনুপ্রবেশ ও বৈধ কাগজপত্র না থাকার কারণে দেশটির পুলিশ তাদের গ্রেফতার করার পর ফেরত পাঠিয়েছে। ফেরত আসা ব্যক্তিদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে খাওয়ার পানি সরবরাহ করা হয়। নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য জরুরি সহায়তা প্রদানও করা হয়।

ফেরত আসা বাংলাদেশিরা জানান, যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ও বৈধ কাগজপত্র না থাকার কারণে সে দেশের পুলিশ তাদের গ্রেফতার করার পরে ফেরত পাঠায়।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান বলেন, যুক্তরাষ্ট্র থেকে ১৪ জানুয়ারি রাতে ৩১ জন বাংলাদেশি ফেরত আসার তথ্য পেয়েছি। শুধু তারাই নন, বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ থেকে ফেরত আসতে বাধ্য হন তারা, যারা অনিয়মিতভাবে সেসব দেশে প্রবেশ করেছিলেন। ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত খরচ করে তারা এসব দেশে যান বলে জেনেছি।

ফেরত আসা কয়েকজন বাংলাদেশি জানান, প্রায় ২৫ লাখ টাকা খরচ করে ব্রাজিল হয়ে তারা আমেরিকায় প্রবেশ করার চেষ্টা করেছিলেন। কিন্তু সেখানকার পুলিশ তাদের আটক করে দেশে ফেরত পাঠিয়েছে। এদের মধ্যে কেউ কেউ বলেন, যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর দেশটির পুলিশ তাদের আটক করে দেশে ফেরত পাঠায়।

যুক্তরাষ্ট্র ফেরত প্রবাসীরা হলেন- কুমিল্লার মাসুদ রানা, কিশোরগঞ্জের রুমান উদ্দিন, বরিশালের মো. রিফাত সরদার, গাজীপুরের শরীফ সরকার নোয়াখালীর মো. নাসির উদ্দিন, রেদুয়ানুল ইসলাম, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম জুয়েল, মো. শহীদ ও সিলেটের সাহমি আহাম্মেদ। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

এর আগে ঠিক একই কারণে ২০১৯ সালের ২০ নভেম্বর দিবাগত রাতে ২৫ জন বাংলাদেশিকে ফেরত পাঠায় আমেরিকা সরকার।

Bootstrap Image Preview