Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'রোনালদোর সঙ্গে লড়াই চিরস্মরণীয় হয়ে থাকবে'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২০, ০৫:১০ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০২০, ০৫:১০ PM

bdmorning Image Preview


কী দুর্দান্ত সময় ছিল স্প্যানিশ লা লিগায়! চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনায় খেলেছেন বিশ্বের সেরা দুই তারকা লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো। সান্তিয়াগো বার্নাব্যুতে ৯ বছরের ক্যারিয়ারে ইতি টেনে ২০১৮ জুলাইয়ে ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে জুভেন্তাসে যোগ দেন পর্তুগিজ ফরোয়ার্ড। এর সঙ্গেই শেষ হয়ে যায় মেসি-রোনালদো দ্বৈরথ। কিন্তু ২০০৯ সাল থেকে চলে আসা এই প্রতিযোগিতা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন লিওনেল মেসি।

বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেছেন, 'এটা ছিল বিশেষ একটা কিছু। আমাদের দ্বৈরথ চিরস্মরণীয় হয়ে থাকবে। কেননা অনেক বছর ধরে এই প্রতিদ্বন্দ্বিতাটা চলেছে। সর্বোচ্চ পর্যায়ে এত লম্বা সময় ধরে প্রতিদ্বন্দ্বিতা করে যাওয়াটা সহজ নয়। আরও একটা কারণ ছিল, আমরা যে দুই দলে খেলছিলাম; মাদ্রিদ ও বার্সা, দুটোই বিশ্বের সেরা ক্লাব এবং সেখানে প্রত্যাশা অনেক বেশি থাকে। এত বছর ধরে পরস্পরের সঙ্গে এই লড়াই সবসময় স্মরণীয় হয়ে হয়ে থাকবে।'

শুধু বার্সা আর রিয়াল নয়, গত এক দশকের বেশি সময় ধরে ফুটবলবিশ্ব দুইভাগে বিভক্ত হয়ে আছে মেসি আর রোনালদোকে নিয়ে। একসময় দুজনেই ৫টি করে ব্যালন ডি'অরের মালিক ছিলেন। এবার মেসি রেকর্ড ৬ষ্ঠ ব্যালন ডি'অর জিতে চিরপ্রতিদ্বন্দ্বীকে ছাড়িয়ে গেছেন। রোনালদোর সঙ্গে তার সম্পর্ক খুব ভালো বলেই জানালেন মেসি, 'মাঠের লড়াই থাকলেও ব্যক্তিগত পর্যায়ে আমাদের সম্পর্ক ছিল খুবই চমৎকার। আমি মনে করি লোকে এই লড়াই উপভোগ করেছেন, মাদ্রিদ বা বার্সা যে দলেরই সমর্থক হোক না কেন। এমনকি যারা শুধু এমনিই ফুটবলকে পছন্দ করে, তারাও এটা উপভোগ করেছে।'

Bootstrap Image Preview