Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অব্যবস্থাপনায় চলছে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২০, ০৩:০২ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০২০, ০৩:০২ PM

bdmorning Image Preview


ছয় দেশের অংশগ্রহণে আজ শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। মুজিববর্ষে বঙ্গবন্ধুর নামে ক্রীড়াঙ্গনে প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল। জাতির পিতার নামে এত বড় টুর্নামেন্ট, অথচ নিুমানের দল আনা হয়েছে। পাশাপাশি দেখা দিয়েছে অব্যবস্থাপনা। গত বছর বঙ্গবন্ধু গোল্ডকাপের খেলা সিলেট ও কক্সবাজার ভেন্যুতেও হয়েছিল।

এবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে পুরো টুর্নামেন্ট হচ্ছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে টুর্নামেন্টের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান কে-স্পোর্টস নানা আয়োজন করছে। কিন্তু টুর্নামেন্টের আয়োজক বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) হাঁটছে উল্টো পথে। এত বড় টুর্নামেন্ট, কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামের দিকে তাকিয়ে সেটি বোঝার কোনো উপায় নেই। স্টেডিয়ামের বাইরের পরিবেশ আগের মতোই। স্টেডিয়াম কমপ্লেক্সের ভেতরে নোংরা পরিবেশ। নেই প্রচার-প্রচারণা।

আগের মতোই অপরিচ্ছন্ন অবস্থা। বঙ্গবন্ধু স্টেডিয়ামের ভেতরের অবস্থাও একই রকম। গ্যালারিতে চেয়ার ভাঙা, মাঠের ঘাস তেমন সবুজ নয়। ভিআইপি গ্যালারির কাচ ভাঙা। এত বড় টুর্নামেন্ট আয়োজনের আগে স্টেডিয়ামের দিকে কোনো নজরই ছিল না বাফুফের। উল্টো এখন সব দায়িত্ব তারা চাপিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের ওপর। গত ৯ জানুয়ারি বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জাতীয় ক্রীড়া পরিষদের সচিব বরাবর চিঠি দেন। সেই চিঠিতে পাঁচটি সমস্যার কথা উল্লেখ করা হয়।

প্রথম সমস্যা, ফ্লাডলাইটের আলোর স্বল্পতা। আন্তর্জাতিক ম্যাচের জন্য ১২০০ লাক্স বাল্বের প্রয়োজন। অথচ বর্তমানে বাল্ব রয়েছে মাত্র ৭০০-৮০০ লাক্সের। তবে ব্রডকাস্টারদের দাবি, এখানে ১৪০০ লাক্সের বাল্বের প্রয়োজন। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম বাফুফের এমন দাবিতে খানিকটা বিব্রত। তার কথায়, ‘বিষয়টি আরও আগে জানালে সুন্দরভাবে সব কিছু করা যেত। এখন সব কিছুই তাড়াহুড়োর মধ্যে করতে হবে।’

মাঠের অবস্থা ছিল যাচ্ছেতাই। ফেডারেশন কাপের সময় বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্র“জেন মাঠের সমালোচনা করেছিলেন। কোচের মুখে কুলুপ আঁটকে দিয়েছে ফেডারেশন শোকজ দিয়ে। গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান বাবুল পরিশ্রম করেন মাঠের উন্নতির জন্য। কিন্তু মাঠ সংস্করণের জন্য অর্থ বরাদ্দ দেয় না ফেডারেশন। এমন পরিবেশের মধ্যেই আজ থেকে খেলা শুরু করবে বিদেশি দলগুলো।

Bootstrap Image Preview