Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তান সফরে যাচ্ছেন না মুশফিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২০, ০১:১৯ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০২০, ০১:১৯ PM

bdmorning Image Preview


সফর নিশ্চিত হওয়ার আগেই খবর প্রকাশিত হয়েছে, বাংলাদেশ দল পাকিস্তানে খেলতে গেলেও, সেখানে দলের সঙ্গী হবেন না উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। পাকিস্তানে যাওয়া উপলক্ষে যে জিও (গভর্নমেন্ট অর্ডার) নেয়া হয়েছিল, তাতে সাক্ষর করেননি মুশফিকুর রহিম।

কারণ একটাই, তিনি পাকিস্তান যাবেন না। এখন পর্যন্ত বিশ্বস্ত সূত্রের খবর, পাকিস্তান সফরে মুশফিকুর রহিম জাতীয় দলের সঙ্গী হচ্ছেন না। বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপনও কদিন আগে তা প্রকাশ্যেই জানিয়েছেন। তিনি বলেছেন মুশফিক বলেছে, সে (পাকিস্তান) যাবে না।

কিন্তু ভেতরের খবর কাল (বুধবার) রাত পর্যন্ত মুশফিক এ ব্যাপারে বোর্ডে বা নির্বাচকদের কাছে কোনোরকম চিঠি দেননি। নিয়ম অনুযায়ী তাকে লিখিতভাবে জানাতে হবে, আমি এই কারণে সফরে যেতে অপারগতা প্রকাশ করছি।

কিন্তু আজ (বৃহস্পতিবার) সকালে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, ‘মুশফিক আমাদের (নির্বাচকদের) কোনো চিঠি দেয়নি। সে যে পাকিস্তান যাবে না বা যেতে চাচ্ছে না, এটা লিখিত দিতে হবে। সেটা নিয়ম ও রীতির আওতায়। যতক্ষণ পর্যন্ত না আমরা লিখিতভাবে মুশফিকের কোনো চিঠি পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা তাকে পাকিস্তানের সফরের জন্য এভেইলেবল ধরেই আগাবো।’

তবে নান্নু স্বীকার করেছেন, মুশফিকের সঙ্গে তার ব্যক্তিগতভাবে কথা হয়েছে। মুশফিক বলেছেন, আমি যাব না পাকিস্তান। তখন তিনি (নান্নু) মুশফিককে বোর্ডে চিঠি বা তাদের (নির্বাচকদের) বরাবর চিঠি দিয়ে পাকিস্তান যেতে না পারার কথা জানাতে বলেছেন। ধারণা করা হচ্ছে, আগে না দিলেও আজকালের ভেতর আনুষ্ঠানিক চিঠি দিয়ে দেবেন মুশফিক।

Bootstrap Image Preview