Bootstrap Image Preview
ঢাকা, ২৬ বুধবার, ফেব্রুয়ারি ২০২০ | ১৪ ফাল্গুন ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

বকেয়া বেতনের দাবিতে মিরপুর সড়কে গার্মেন্ট কর্মীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২০, ১২:৫০ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০২০, ১২:৫০ PM

bdmorning Image Preview


বকেয়া বেতনের দাবিতে রাজধানী ঢাকার শ্যামলীর মিরপুর সড়কে অবস্থান নিয়েছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে যানচলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সড়ক অবরোধ শুরু হয়। বেতনের দাবিতে ডায়নামিক গ্রুপের ক্রিয়েটিভ ফ্যাশনের সামনের সড়কে শ্রমিকরা অবস্থান নেন। এতে যানচলাচল বন্ধ হয়ে যায়। গাড়ি সামনে এগোতে না পারায় গাবতলী থেকে ফার্মগেট এবং আশপাশের সব সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কের দুপাশে আটকা পড়েছে কয়েকশ গাড়ি।

এতে দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ। নগরবাসীর স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখার সময় সড়ক অবরোধ চলছিল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের (পশ্চিম) দায়িত্বরত কর্মকর্তা কেএম শহিদুল ইসলাম বলেন, ক্রিয়েটিভ ফ্যাশন নামে পোশাক কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছেন। দুপাশে প্রায় ৮০০ শ্রমিক অবস্থান নিয়েছেন। দুই ঘণ্টারও বেশি সময় ধরে ধর্মঘট চলছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তাদের বেতনভাতা বন্ধ। বারবার দাবি জানিয়েও বেতন হচ্ছে না। তাই তারা সড়কে অবস্থান নিয়েছেন।

Bootstrap Image Preview