Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দৌলতদিয়া যৌনপল্লীর কয়েকশ সুবিধাবঞ্চিত শিশুরা পেল শিক্ষা উপকরণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২০, ০৮:৪২ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০২০, ০৮:৪২ PM

bdmorning Image Preview


রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীর সুবিধাবঞ্চিত কয়েকশ শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

আজ বুধবার দুপুরে দৌলতদিয়া পল্লীর মুক্তি মহিলা সমিতির নিজস্ব কার্যালয় প্রাঙ্গনে আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পল্লীর যৌনকর্মীদের শিশুসন্তানদের প্রত্যেকের হাতে শিক্ষা উপকরণ স্কুলব্যাগ তুলে দেন।

রাজবাড়ীর পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, ফরিদপুর অঞ্চল হাইওয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরীফ-উজ-জামান, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন গেদু, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া পতিতাপল্লীর যৌনকর্মীদের সংগঠন মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, অসহায় নারী ঐক্যের সভাপতি যৌনকর্মী ঝুমুর আক্তার প্রমূখ।

Bootstrap Image Preview