Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জমকালো আয়োজনে চীনে ঐতিহ্যবাহী ড্রাগন বোট প্রতিযোগিতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২০, ০৩:৫৩ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০২০, ০৩:৫৩ PM

bdmorning Image Preview


জমকালো আয়োজনে চীনে হয়ে গেল ঐতিহ্যবাহী ড্রাগন বোট প্রতিযোগিতা। বরফের ওপর চমৎকার এ আয়োজন দেখতে জড়ো হন অসংখ্য দর্শক। প্রতিবছর এই আসর আয়োজনেরও অনুরোধ জানিয়েছেন তারা। প্রতিযোগিতায় সবাইকে পেছনে ফেলে প্রথম হয়েছে মঙ্গোলিয়া দল।

চারদিকে বরফে ঢাকা। চীনের উত্তরে লঞ্চ লেক। নিচে পানি ওপরে ভারি বরফের স্তর। এর ওপর দিয়েই ছুটছে নৌকা। অন্য বছরের চেয়ে এবারের আয়োজন একটু আলাদা। কারণ চীনের ঐতিহ্যবাহী ড্রাগন নৌকার এ প্রতিযোগিতা প্রথমবারের মতো শীতকালীন জাতীয় প্রতিযোগিতায় অন্তুর্ভুক্ত করা হয়।

প্রতিটি নৌকায় ১২ জন করে প্রতিযোগী। বরফের ওপরে বৈঠার পরিবর্তে সবার হাতেই ওয়েভ আয়রন রড। বিশেষ এই রডের সাহায্যেই একে অপরকে ছাড়িয়ে ওয়ার চেষ্টা ছিল প্রতিযোগীদের। তীব্র প্রতিদ্বন্দ্বিতা শেষে প্রথম হয়েছে মঙ্গোলিয়া।

এমন আয়োজন দেখতে আসা সাধারণ দর্শকরা জানান, এমন আয়োজন প্রতিবছর হলে আমাদের আরো ভালো লাগবে। এটা সত্যিই অসাধারণ।

ড্রাগন বোট প্রতিযোগিতায় অংশ নিয়ে এক প্রতিযোগী জানান, এবার অংশ নিতে পেরে আমরা দারুণ খুশি। আমরা কঠোর অনুশীলন করেছি। তার ফলও পেয়েছি। আগামী বছরও এ ধারাবাহিকতা ধরে রাখতে চাই।

Bootstrap Image Preview