Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের হাতে তালাবদ্ধ ডা. জাফরুল্লাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২০, ০৯:৪৮ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০২০, ০৯:৪৮ PM

bdmorning Image Preview


সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষকদের তালাবদ্ধ করে রাখা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে গেলে তাদের তালাবদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, গণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী আজ দুপুর ১২টায় ক্যাম্পাসে কেন্দ্রীয় ছাত্র সংসদের সঙ্গে বৈঠক করতে আসেন। কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) জুয়েল রানা তার কাছে উপাচার্যের বৈধতা, বিবিএ ও ফিজিওথেরাপি বিভাগের সমস্যা, কেন্দ্রীয় ছাত্র সংসদের বাজেট, বিশ্ববিদ্যালয়ের প্রসপেক্টাস না মানাসহ বিভিন্ন প্রশ্নের জবাব চাইলে তিনি বলেন, ‘তোমরা সরকারের কাছে যাও।’

ডা. জাফরুল্লাহ সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবি পূরণ করতে পারেননি, শিক্ষার্থীদের গালাগাল করেছেন বলেও অভিযোগ ওঠে।

এ সময় ভিপি জুয়েল রানা ডা. জাফরুল্লাহকে বলেন, ‘আমাদের ন্যায্য দাবি আপনি কেন পূরণ করবেন না। আপনাকে আমরা মানি না। এই বিশ্ববিদ্যালয়ের জন্য আমি তিনটা মামলা খেয়েছি। আপনারা অল্প খরচে শিক্ষা দেন। কিন্তু আপনার বিশ্ববিদ্যালয়ে এক হাজার টাকাও মাফ হয় না।’

এরপরই ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষকদের নিয়ে যে রুমে আলোচনায় বসেন সেই রুম তালাবদ্ধ করে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ভিপি জুয়েল রানা বলেন, ডা. জাফরুল্লাহকে শিক্ষার্থীদের দাবি লিখিতভাবে দেওয়া হয়েছে। দাবি না মানা হলে তালা খোলা হবে না।

Bootstrap Image Preview