Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

অপারেশন থিয়েটারে ঢুকে নবজাতককে কামড়ে খেলো কুকুর!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২০, ০৬:২৯ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০২০, ০৬:২৯ PM

bdmorning Image Preview


অপারেশন থিয়েটার এমন একটি জায়গা যেখানে মানুষের জীবন বাঁচানোর আপ্রাণ চেষ্টা করা হয়। এই স্থানটিতে সকল ধরণের নিরাপত্তা নিশ্চিত করা প্রত্যেক হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব।

রাস্তার কুকুর অপারেশন থিয়েটারে ঢুকে একটি নবজাতককে কামড়িয়ে খেয়ে ফেলেছে, এমনটি শুনলে সকলেই অবাক হবেন। তবে অবাক করার মতো হলেও গত সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে আটটায় ভারতের আবাস বিকা কলোনির আকাশ গঙ্গা হাসপাতালে এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে। নবজাতকটি সরকারি ফিন্যান্স ফার্মে কর্মরত রবি কুমার ও তার স্ত্রী কাঞ্চনের ছিল।

এ প্রসঙ্গে রবি জানায়, ডেলিভারির ব্যথা ওঠায় কাঞ্চনকে নিয়ে হাসপাতালে যান রবি। প্রথমে হাসপাতালের নার্সিং স্টাফরা জানায়, কাঞ্চনের নরমাল ডেলিভারি হবে। এর কিছু সময় পরই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারা জানান, সিজার করতে হবে।

সেজন্য কাঞ্চনকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। এক ঘণ্টা পর তারা জানান, অস্ত্রোপচার সফল হয়েছে। তারা কাঞ্চনকে ওয়ার্ডে দিয়ে দিলেও বাচ্চাটি অপারেশন থিয়েটারেই রেখে রবিকে বাইরে অপেক্ষা করতে বলে।

কয়েক মিনিট পর হাসপাতালের এক কর্মী চিৎকার করে বলতে থাকে, অপারেশন থিয়েটারে কুকুর ঢুকেছে। বিপদ আঁচ করে আমি অপারেশন থিয়েটারের দিকে ছুটে গিয়ে দেখি আমার সন্তান রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। বাচ্চাটার বুকে ও বাঁ চোখে কুকুরের কামড়ের দাগ ছিল। বাচ্চাটা স্থির হয়ে পড়ে ছিল। কুকুরটি আবার অপারেশন থিয়েটারে ঢুকে পড়ার চেষ্টা করলে আমি চিৎকার করে উঠি।‘

রবি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনায় তারা টাকা দিয়ে রবিকে চুপ করিয়ে দিতে চেয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বাচ্চাটি মৃতই ছিল। আর কুকুরটি ভুলবশত অপারেশন থিয়েটারে ঢুকে পড়েছিল।

ডিসি মহেন্দ্র সিং জানিয়েছেন, 'আমরা তদন্ত করেছি। হাসপাতালের গাফিলতির জন্যই শিশুটির মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে কমিটি।' হাসপাতালের মালিক বিজয় প্যাটেল ও তার কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। আপাতত হাসপাতালটি বন্ধ রাখা হয়েছে।

Bootstrap Image Preview