Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিমান ধ্বংসের জন্য ট্রাম্পকে দুষলেন কানাডার শীর্ষ ব্যবসায়ী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২০, ১২:৫০ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০২০, ১২:৫০ PM

bdmorning Image Preview


ইউক্রেনের বিমান ধ্বংসের জন্য ইরানকে নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষারোপ করেছেন কানাডার শীর্ষ ব্যবসায়ী মাইকেল ম্যাককেইন। তিনি কানাডার ম্যাপল লিফ ফুডস নামক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত সপ্তাহে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের একটি বিমান বিধ্বস্ত হয়। এই ঘটনার ইরানের পরিবর্তে ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন কানাডার ব্যবসায়ী নেতা মাইকেল ম্যাককেইন।

কানাডায় যে কয়জন প্রভাবশালী ব্যবসায়ী রয়েছেন তার মধ্যে ম্যাককেইনকেই অন্যতম প্রভাবশালী হিসেবে বিবেচনা করা হয়। ম্যাককেইনের এক সহকর্মী তার স্ত্রী-ছেলেসহ বিমান বিধ্বস্তে নিহত হন।

এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ক্ষোভ প্রকাশ করে কানাডার এই শীর্ষ ব্যবসায়ী বলেন, ওয়াশিংটনের এক নার্সিসিস্ট (নিজেকে সেরা মনে করা) আকাশপথের এই দুর্ঘটনা ঘটিয়েছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক জায়গা থেকে দৃষ্টি অন্যত্র সরিয়ে নিতে এই পরিকল্পনা গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র সরকার।

মার্কিন প্রশাসনে নিন্দনীয় পরিকল্পনার জন্যই তার সহকর্মী ও সহকর্মীর স্ত্রী-ছেলে নিহত হয়েছেন বলে উল্লেখ করেন ম্যাককেইন। একই সঙ্গে ইরানের সঙ্গে করা ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার জন্যও যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন তিনি। 

Bootstrap Image Preview