Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এমপি-মন্ত্রীর প্রয়োজন নেই, মেয়র প্রার্থীরাই যথেষ্টঃ ওবায়দুল কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২০, ০২:২৯ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০২০, ০২:২৯ PM

bdmorning Image Preview


ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে সংসদ সদস্য ও মন্ত্রীদের আচরণবিধি না মানার অভিযোগ নাকচ করে দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের প্রচারণার বিপরীতে জয়ের জন্য আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থীই যথেষ্ট বলেও মন্তব্য করেছেন তিনি।

গতকাল রবিবার (১২ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে এই সংবাদ সম্মেলন হয়।

শনিবার (১১ জানুয়ারি) ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনি মন্ত্রিত্ব এবং সংসদ সদস্যের পদ ছেড়ে দিয়ে নির্বাচনী প্রচারণা চালান। আপনি নৌকার জন্য নির্বাচনী প্রচারণা চালান আর আমি ধানের শীষের প্রচারণা চালাই। দেখা যাক, জনগণ কোন দিকে থাকে।’

গতকাল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলের এ বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যতক্ষণ থেকে আচরণবিধি মেনে চলার বিষয়টি এসেছে, আমি একবারও কি কোনো আচরণবিধি লঙ্ঘন করার মতো কাজ করেছি? কোনো সভা-সমাবেশে অংশ নিয়েছি? তাহলে মির্জা ফখরুল সাহেব কেন অবান্তর প্রশ্নটি করতে গেলেন? আমি শুধু তাঁকে বলব, আপনার চ্যালেঞ্জ করা লাগবে না। এখানে চ্যালেঞ্জের কোনো বিষয় না। আপনি যদি চ্যালেঞ্জ করেন, তাহলে আমি বলব, আমাদের মিনিস্টার-এমপির প্রয়োজন হবে না। আমাদের দুজন ক্লিন ইমেজের মেয়র পদপ্রার্থীই যথেষ্ট আপনি এবং বিএনপি নেতাদের ক্যাম্পেইনের মোকাবেলা করার জন্য।’

ঢাকার দুই সিটিতে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচন পরিচালনায় প্রবীণ দুই সংসদ সদস্যের দায়িত্ব পালন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনী ক্যাম্পেইনের বাইরেও আমাদের পার্টির অনেক কাজ আছে। সেটি তাঁরা করবেন। সেটি তাঁরা ঘরোয়াভাবে করবেন। তাঁরা ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন না।’

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে বন্দি রেখে মুজিববর্ষ উদ্‌যাপন করে সরকার জাতির মন জয় করতে পারবে না’ মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘ভুয়া জন্ম দিবসে মির্জা ফখরুল সাহেব কেক কাটলে কি মন জয় করা যাবে?’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য দলের নবনির্বাচিত কমিটির নেতারা আগামী ১৮ জানুয়ারি টুঙ্গিপাড়ায় যাবেন। সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের একটি যৌথসভা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, বিপ্লব বড়ুয়া প্রমুখ। সূত্রঃ কালের কণ্ঠ

Bootstrap Image Preview