Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্মার্টফোনই আমাদের মৃত্যুর কারণ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২০, ০২:১৬ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০২০, ০২:১৬ PM

bdmorning Image Preview


সকালে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানোর আগে পর্যন্ত স্মার্টফোন ছাড়া একটি মুহূর্ত ভাবতে পাড়ি না আমরা। বলা চলে, স্মার্টফোন ছাড়া আমাদের দিনই কাটেনা। সাম্প্রতিক সমীক্ষা বলছে, এই স্মার্টফোনই আমাদের একটু একটু করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।

স্মার্টফোনই আমাদের মৃত্যুর কারণ। এই তথ্য দেখে চমকে উঠছেন? না চমকে ওঠার কোনও কারণ নেই। সাম্প্রতিক এক সমীক্ষা এই কথাই বলছে। তাহলে এর থেকে বাঁচার উপায় কী? একটাই উপায় আছে, তা হলো, স্মার্টফোন ব্যবহার কমিয়ে দেওয়া বা বন্ধ করে দেওয়া।

এক সমীক্ষায় বলা হয়েছে, কোন টয়লেটের থেকেও ১০ গুণ বেশি রোগ জীবাণু রয়েছে স্মার্টফোনে। বলা হয়েছে এক তৃতীয়াংশ মানুষ নিজেদের ব্যবহৃত স্মার্টফোন পরিষ্কার করেন না। ত্বকের সমস্যার একটি বড় কারণ হলো এই স্মার্টফোন। এর জীবাণু থেকে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে।

সমীক্ষায় বলছে, স্মার্টফোনের কারণে হতে পারে মরণ রোগ ক্যান্সার। পাশাপাশি চোখের সমস্যা, মাইগ্রেন, হার্ট অ্যাটাক ইত্যাদি তো রয়েছেই। তাই যতটা সম্ভব নিজের থেকে স্মার্টফোনকে দূরে রাখার চেষ্টা করুন। মাঝেমধ্যেই আপনার স্মার্টফোনটিকে পরিষ্কার করুন। তা না হলে আপনার জন্য খারাপ দিন অপেক্ষা করছে।

Bootstrap Image Preview