Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নতুনদের বরণ করে নিলো আমাউমেক

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২০, ০৫:২৭ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০২০, ০৫:২৭ PM

bdmorning Image Preview


নোয়াখালীতে একমাত্র সরকারী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ১ম বর্ষ এমবিবিএস (২০১৯-২০) ১২তম ব্যাচের শিক্ষার্থীদের অভ্যর্থনা ও পরিচিতি সভা শনিবার সকাল ১০:০০ টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন (আমাউমেক) অধ্যক্ষ আব্দুছ সালাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর বেগমগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্জ্ব মামুনুর রশীদ কিরণ এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব তন্ময় দাস জেলা প্রশাসক, নোয়াখালী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডাঃ এম.এ নোমান সভাপতি বি.এম.এ নোয়াখালী, ডাঃ খলিল উল্লাহ ,তত্বাবধায়ক ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল নোয়াখালী, ডাঃ বিধান চন্দ্র সেনগুপ্ত,অধ্যক্ষ ম্যাটস নোয়াখালী, ডাঃ মোমিনুর রহমান,সিভিল সার্জন নোয়াখালী, ডাঃ ফজলে এলাহী খান সভাপতি স্বাধীনতা চিকিৎসা পরিষদ(স্বাচিপ) নোয়াখালী, ডাঃ মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক স্বাধীনতা চিকিৎসা পরিষদ(স্বাচিপ) নোয়াখালী,ডাঃ আবু নাসের সভাপতি শিক্ষক সমিতি (আমাউমেক), ডাঃ হরিভ’ষণ সরকার সাধারণ সম্পাদক  শিক্ষক সমিতি (আমাউমেক)। এছাড়াও চেীমুহনী সরকারী এস.এ কলেজের ছাত্রলীগের অন্যতম নেতা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

মাননীয় সংসদ সদস্য আলহাজ্জ্ব মামুনুর রশীদ কিরণ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, মেডিকেল ভর্তি যুদ্ধে প্রকৃত মেধাবীরাই (তোমরা) নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে চান্স পেয়েছো। এমবিবিএস ডিগ্রিতে পড়াশুনা অত্যন্ত বেশী, কঠোর পরিশ্রমের ও ধৈর্য্যরে মাধ্যমে এ ডিগ্রি অর্জন করতে হবে। তবে একজন ভালো ডাক্তার হতে হলে আগে একজন ভালো মানুষ হতে হবে। তিনি নবাগত শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়াও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য দ্বিতলবিশিষ্ট সোনার বাংলা ও রুপসী বাংলা নামে দুটি বাস উদ্বোধন করেন।

প্রধান আলোচক নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্য দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন। তিনি বলেন, ডাক্তার পেশা অত্যন্ত মহৎ ও সেবা করার অন্যতম একটি মাধ্যম। ডাক্তার আর রোগী একে অপরের অনুঘটক। একজন সৎ যোগ্যতাসম্পন্ন ডাক্তার হতে হলে কঠোর অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। তিনি নবাগত শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানান।

নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুছ সালাম বলেন, তোমরা ১২তম ব্যাচের ১ম বর্ষ এমবিবিএস ৭০ জন শিক্ষার্থীরা অধিকাংশই নটরডেম কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, নোয়াখালী সরকারী কলেজ , চেীমুহনী সরকারী এস.এ কলেজ, চট্রগ্রাম কলেজ, ময়মনসিংহ সৈয়দ নজরুল কলেজ, হলিক্রস স্কুল এন্ড কলেজ, রাজউক মডেল  কলেজ,মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, জামালপুর সরকারী আশেক মাহমুদ কলেজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও তিনি শিক্ষার্থীদের অতিথিবৃন্দের সাথে পরিচয় করিয়ে দেন। নবাগত শিক্ষার্থীদের আমাউমেক)চান্স পাওয়ায় অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন।

Bootstrap Image Preview