Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেমিফাইনালই আমাদের মূল লক্ষ্য: জেমি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২০, ০৩:২৮ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০২০, ০৩:২৮ PM

bdmorning Image Preview


ইনজুরির কারণে বঙ্গবন্ধু গোল্ডকাপ থেকে ছিটকে গেছে ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন। তার পজিশনে খেলানোর সুযোগ আছে ফয়সাল আহমেদ ফাহিম বা মতিন মিয়াকে। জানিয়েছেন হেড কোচ জেমি ডে। এদিকে ক্যাম্পের চতুর্থ দিনে ডিফেন্ডারদের নিয়ে কাজ করেছেন কোচরা।

শেখ জামাল ধানমন্ডি মাঠে প্রাণোচ্ছল একটা দল। কোচদের সঙ্গে অনুশীলনের ফাঁকে এমনটাই খুঁনসুটি জামাল ভূঁইয়াদের। তিন দিন পর বঙ্গবন্ধু গোল্ডকাপের বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিনির ম্যাচ। বড় ম্যাচের আগে আয়েশি ভঙ্গিতে নিজেদের হালকা করার চেষ্টা ফুটবলারদের।

জাতীয় দলের অনুশীলনের চতুর্থ দিনটা হালকা ওয়ার্ম-আপ দিয়ে শুরু। এরপরই ডিফেন্ডারদের নিয়ে বসে হেড কোচ জেমি ডে। বাংলাদেশ শেষ ৩ ম্যাচে ডিফেন্ডারদের ভুলে হজম করেছে ৫ গোল। সুশান্ত ত্রিপুরা-বিশ্বনাথ ঘোষ-তপু বর্মণদের নিয়ে গড়া রক্ষণদূর্গের ভিত মজবুতে পারস্পরিক বোঝাপড়াটা বেশ জরুরি, মানলেন ফুটবলাররাও।

এ প্রসঙ্গে সুশান্ত ত্রিপুরা বলেন, ডিফেন্স ও মিড ফিল্ডের যে সমন্বয় সেটাই আসল। প্রায় দেড় মাস আমরা একসাথে অনুশীলন করছি এবার।

র‌্যাংকিং কিংবা শক্তিমত্তা দুই জায়গাতেই ঢেড় এগিয়ে ফিলিস্তিনরা। তবে বাড়তি দুশ্চিন্তা শারীরিক গড়ন। বেশ লম্বা ফিলিস্তিনরা সুবিধা পাবেন। তাই কার্যকরি সেট পিস থেকে গোল বের করার চেষ্টা ডিফেন্ডারদের।

বিশ্বনাথ ঘোষ বলেন, তারা আমাদের চেয়ে বেশ লম্বা। কর্ণারে হেড করতে কিছুটা সমস্যা হবে আমাদের। 

এদিকে ইনজুরির কারণে বঙ্গবন্ধু গোল্ডকাপ শেষ ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবনের। তার বদলে দলে সুযোগ পাওয়া ফাহিম মূল একাদশে নিশ্চিত নয়। খেলানো হতে পারে অভিজ্ঞ মতিন মিয়াকে। তবে আপাতত ড্র করেই সেমিফাইনাল নিশ্চিত করতে চায় হেড কোচ জেমি ডে।

তিনি বলেন, জীবন এই পজিশনে ভালো ছিল। তার জায়গায় মতিন মিয়াকে নামানোর চিন্তা আছে। পরের ম্যাচে ফাহিমকে যাচাই করে দেখতে পারি।   

১৫ জানুয়ারি ফিলিস্তিনির সঙ্গে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বঙ্গবন্ধু গোল্ডকাপ মিশন 
 

Bootstrap Image Preview