Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কার ঘরে যাচ্ছে শিরোপা, জিদান নাকি সিমিওনে?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২০, ০৩:১১ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০২০, ০৩:১১ PM

bdmorning Image Preview


স্প্যানিশ সুপার কাপের হাইভোল্টেজ ফাইনালে মুখোমুখি হবে দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ। অর্ধযুগের আক্ষেপ ঘোচাতে মুখিয়ে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ। জিদান বাহিনীরও লক্ষ্য, মৌসুমের প্রথম শিরোপাটা নিজেদের শোকেসে তুলে নেয়া।

স্পেনের রাজধানী শহরের দুই প্রতিদ্বন্দ্বী মুখোমুখি। লড়াইটা যেখানেই হোক, লিগের কোনো ম্যাচ কিংবা নিছকই প্রীতি ম্যাচ, উত্তেজনার রং মাত্রা ছড়ায়। এ ম্যাচটা ধ্রুপদী লড়াইয়ের খোরাক, নগর প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে বিভক্ত হয়ে পড়ে ফুটবল বিশ্ব।

এবার সেই দুটো দল মুখোমুখি হচ্ছে ফাইনালে। মৌসুমের প্রথম ট্রফির সামনে দাঁড়িয়ে আনমনে রোমাঞ্চিত হবেন জিদান কিংবা সিমিওনে।

নিয়তির কি লিখন! এই টুর্নামেন্টের রীতি অনুযায়ী এই মঞ্চে থাকার কথাই ছিল না দুই মাদ্রিদিস্তার। সুপার কোপা হতো দুই দলের, খেলতো লিগ চ্যাম্পিয়ন বনাম কোপা দেল রে চ্যাম্পিয়ন। এবার তাদের সঙ্গে নেয়া হয় লা লিগার রানার আপ আর তৃতীয় হওয়া দলটিকেও। দুই আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনা কিংবা ভ্যালেন্সিয়া ছিটকে পড়েছে সেমিফাইনালে, দুর্দান্ত দুটো জয় সঙ্গে নিয়তির খেল দুই মাদ্রিদিস্তাকে টেনে এনেছে ফাইনালে।

বৈরিতার ঝাঁঝ লেখা পরিসংখ্যানের প্রতি পাতায়। মুখোমুখি সবশেষ ৫ ম্যাচেই দেখুন। রিয়াল আর অ্যাতলেটিকোর জয় একটি করে ম্যাচে, বাকি তিন ম্যাচে কেউই জেতেনি আবার কেউ হারেওনি।

ইনজুরি আক্রান্ত রিয়াল শিবির। এই ম্যাচেও পাচ্ছেনা বেনজেমা, বেলদের সার্ভিস। গুরু জিনেদিন জিদান অবশ্য এ নিয়ে খুব একটা চিন্তিতও নন। ভ্যালেন্সিয়াকে হারানো দলটাই নামিয়ে দিতে পারেন ফাইনালেও।

অ্যাতলেটিকোও দারুণ ছন্দে। আগের ম্যাচের দলটাই নামাচ্ছেন সিমিওনেও। স্পটলাইটটা তাক করা থাকবে আলভারো মোরাতার দিকে। নয় মৌসুম রিয়াল মাদ্রিদে কাটানো এই মিডফিল্ডার, ক্লাব ছাড়ার পর রিয়ালের বিপক্ষে দুই ম্যাচে করেছেন তিন গোল। নগর প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে চিরবৈরিতায় যোগ দিয়েছেন ঘরের মানুষও, হয়ে উঠেছেন পর। মৌসুমের প্রথম ট্রফিটায় আঙ্গুল ছোঁয়াতে চাইলে ঘরে-বাইরে কতোকিছুই না সামলাতে হবে রিয়াল মাদ্রিদকে! 

Bootstrap Image Preview