Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘খাট আলোচনায়’ টোকিও অলিম্পিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২০, ১১:৩১ AM
আপডেট: ১২ জানুয়ারী ২০২০, ১১:৩১ AM

bdmorning Image Preview


২০২০ অলিম্পিকে অ্যাথলেটদের জন্য পরিবেশবান্ধব খাটের ব্যবস্থা করেছে টোকিও অলিম্পিক কর্তৃপক্ষ। তাতে আবার মাথাব্যথা বেড়েছে কিছু অ্যাথলেটের। নামে পরিবেশবান্ধব খাট, দেখতে যেন যুতসই নয়, দুজনের ভার নিতে পারবে কিনা সেগুলো উঠেছে এমন প্রশ্ন। অলিম্পিক কর্তৃপক্ষ অবশ্য আশ্বস্ত করেছে, জানিয়েছে এসব খাট যথেষ্ট শক্তিশালী, দুজনের ভারে পড়বে না ভেঙে!

পরিবেশবান্ধব এক আসর উপহার দিতে বদ্ধপরিকর টোকিও। এরইমধ্যে আসছে অলিম্পিককে ‘গ্রিন অলিম্পিক’ ঘোষণা করেছে আয়োজকরা। খেলোয়াড়দের শয়নের ব্যবস্থা করতে গিয়ে যেন বন উজাড় করা না হয়, তারই অংশ হিসেবে অলিম্পিক ভিলেজে বসানো হচ্ছে কার্ডবোর্ডে বানানো খাট।

একথা শোনার পর আওয়াজ তুলেছেন অস্ট্রেলিয়ান বাস্কেটবল খেলোয়াড় অ্যান্ড্রু বোগাট। টুইটারে সেই খাটের ছবি পোস্ট করে লিখেছেন, ‘দারুণ ইঙ্গিত… অ্যাথলেটরা অনেক হতাশার ইভেন্ট শেষ করে হাজার হাজার কনডম পরে ব্যবহারের জন্য রেখে দেবে!’ আসলে খাটের পুরুত্ব ও ভার নেয়ার ক্ষমতার দিকে ইঙ্গিত করে এই টুইট বোগাটের।

বোগাটকে আশ্বস্ত করতে অলিম্পিক ভিলেজের ম্যানেজার তাকাশি কিটাজিমা বলছেন, যথেষ্ট মজবুত ওই খাটগুলো। মোট ২০০ কেজি ওজন বহন করার সামর্থ্য আছে সেগুলোর।

শুধু খাটই নয়, অলিম্পিকের সময় অ্যাথলেটদের জন্য ১ লাখ ১০ হাজার কনডম সরবরাহের ব্যবস্থার কথাও জানিয়েছে আয়োজকরা। বৃহৎ এ আসরে অংশ নেয়া অ্যাথলেট ও দর্শনার্থীদের যেন যৌনরোগে আক্রান্ত না হন, সেজন্য এই ব্যবস্থা। ২০১৮ সালে পিয়ংচ্যাং শীতকালীন অলিম্পিকে ডেটিং সাইট টিনডারের ব্যবহার বেড়ে গিয়েছিল ৩৫০ শতাংশ বেশি। কর্তৃপক্ষকে মাথায় রাখতে হচ্ছে সেটিও।

Bootstrap Image Preview