Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাঁটুতে অস্ত্রোপচারের জন্য মাঠের বাইরে সুয়ারেজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২০, ১১:০৪ AM
আপডেট: ১২ জানুয়ারী ২০২০, ১১:০৪ AM

bdmorning Image Preview


চলতি মৌসুমের দ্বিতীয় পর্যায়ের খেলা শুরু হয়ে গেছে। লা লিগা, কোপা ডেল রে মিলিয়ে ব্যস্ত সময়ের অপেক্ষায় বার্সেলোনা। এমন সময়ই কিনা খারাপ সংবাদ পেতে হচ্ছে ক্লাবটিকে! হাঁটুতে অস্ত্রোপচারের জন্য চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে দলের অন্যতম সেরা খেলোয়াড় লুইস সুয়ারেজকে।

এ নিয়ে এক বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মত হাঁটুর অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হচ্ছে সুয়ারেজকে। গত বছরের মে মাসে এই একই কারণে ভ্যালেন্সিয়ার বিপক্ষে কোপা ডেল রের ফাইনাল খেলা হয়নি উরুগুয়ান ফরোয়ার্ডের।

বার্সেলোনাতে সুয়ারেজের হাঁটুতে ছুরি চালাবেন বিখ্যাত শল্যবিদ র‍্যামন কুগাট। বার্সা ছাড়াও ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দেরও চোট কাটানোর দায়িত্ব তার কাঁধে। সবকিছু ঠিক থাকলে ২৫ ফেব্রুয়ারি নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগ খেলতে নামতে পারবেন এই ৩২ বছর বয়সী তারকা।

সবশেষ ১০ ম্যাচে ১৬ গোলে প্রত্যক্ষ বা পরোক্ষ অবদান রাখা সুয়ারেজের চোট ভালোই ভোগাতে পারে বরখাস্ত হবার শঙ্কায় থাকা কোচ আর্নেস্টো ভালভার্দেকে। দলের অন্যতম ভরসাকে হারিয়ে লিওনেল মেসির উপর আরও বেশি নির্ভরশীল হতে হবে এই কোচকে। সঙ্গে কামনায় থাকতে হবে এই মৌসুমেই বার্সায় নাম লেখানো ফরাসি ফরোয়ার্ড অ্যান্টনিও গ্রিজম্যান যেন প্রতি ম্যাচেই ফর্মে থাকেন। মেসিকে ফলস নাইন পজিশনে তুলে দিয়ে হয়তো উইঙ্গার পজিশনে খেলতে পারেন দুই তরুণ প্রতিভা আনসু ফাতি ও কার্লেস পেরেজ।

Bootstrap Image Preview