Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বছরের শুরুতেই ১১ দিনে পেঁয়াজ আমদানি হয়েছে ২৮২৮ মেট্রিক টন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২০, ১০:০২ AM
আপডেট: ১২ জানুয়ারী ২০২০, ১০:০২ AM

bdmorning Image Preview


কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে পিয়াজ আমদানি আবারো বেড়েছে। শনিবার ৯৬৪ মেট্রিক টন পিয়াজ আমদানি করা হয়েছে। এসব পিয়াজ খালাস করে চট্রগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ট্রাকভর্তি করে রওনা দিয়েছে। চলতি জানুয়ারি মাসের ১১ দিনে মিয়ানমার থেকে ২ হাজার ৮২৮ দশমিক ৫৯ মেট্রিক টন পিয়াজ এসেছে।

এসব তথ্য নিশ্চত করেছেন টেকনাফ স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা মো. আবছার উদ্দিন। তিনি বলেন, চলতি বছরের জানুয়ারি মাসের ১১ দিনে মিয়ানমার থেকে ২ হাজার ৮২৮ দশমিক ৫৯ মেট্রিক টন পিয়াজ টেকনাফ স্থলবন্দরে খালাস করা হয়েছে। তার মধ্যে শনিবার ৯৬৩ দশমিক ৭৪৮ মেট্রিক টন পিয়াজ খালাস হয়। তবে গত কয়েক দিনের তুলনায় পিয়াজ আমদানি বেড়েছে। আরও বেশি পিয়াজ আমদানি করতে ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে।

শুল্ক বিভাগ জানায়, গত ডিসেম্বর মাসে ১৪ হাজার ৬৪৭ মেট্রিক টন পিয়াজ আমদানি হয়। নভেম্বর মাসে ২১ হাজার ৫৬০ মেট্রিক টন, অক্টোবর মাসে ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন পিয়াজ আমদানি হয়। এছাড়া সেপ্টেম্বর ও আগস্ট মাসে ৩ হাজার ৫৭৩ মেট্রিক টন ও ৮৪ মেট্রিক টন পিয়াজ আমদানি হয়েছিল।
টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষ ইউনাইটেড ল্যান্ড পোর্টের ব্যবস্থাপক মো: জসিম উদ্দীন চৌধুরী বলেন, ‘আগের তুলনায় মিয়ানমার থেকে পিয়াজ আমদানি কিছুটা বেড়েছে। ব্যবসায়ীদের বুঝানোর ফলে এই সফলতা এসেছে। মিয়ানমার থেকে আসা পিয়াজ দ্রুততম সময়ে খালাস করা হয়েছে।

Bootstrap Image Preview