Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘মুজিববর্ষে’ বিশেষ দায়িত্ব পেল স্বাধীন বাংলার ফুটবলাররা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২০, ১১:৩৩ AM
আপডেট: ১১ জানুয়ারী ২০২০, ১১:৩৩ AM

bdmorning Image Preview


‘স্বাধীন বাংলা ফুটবল দল’ দেশের মহান স্বাধীনতা সংগ্রামের এক অবিচ্ছেদ্য নাম। যার ডাকে ১৯৭১ সালে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে, সেই মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষের ক্ষণ গণনা শুরু হয়েছে গতকাল (শুক্রবার)। ঐতিহাসিক ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে জাতির পিতাকে প্রতীকীভাবে অভ্যর্থনা জানানোর পর সুইচ টিপে ক্ষণ গণনা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে দিয়ে ঘন্টা বাজলো ‘মুজিববর্ষ’-এর।

স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের মুজিববর্ষে ফুটবলের সব আয়োজনের সঙ্গেই সম্পৃক্ত রাখতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেটা কিভাবে করা যায়, তা নিয়ে আলোচনা করতে বাফুফে কাজী মো. সালাউদ্দিন আমন্ত্রণ জানিয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের। আগামীকাল (শনিবার) দুপুরে মতিঝিলের বাফুফে ভবনে ঢাকায় অবস্থিত স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যরা আসবেন। তাদের সঙ্গে আলোচনা করবেন কাজী মো. সালাউদ্দিন, যিনি নিজেও স্বাধীন বাংলা ফুটবল দলের একজন সদস্য।

১৫ জানুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। বঙ্গবন্ধু গোল্ডকাপকে নির্ধারণ করা হয়েছে ‘মুজিববর্ষে’র আন্তর্জাতিক আয়োজনগুলোর সূচনা টুর্নামেন্ট হিসেবে। বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরুর দুই দিন পর ১৭ জানুয়ারি মাঠে গড়াবে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ।

মুজিববর্ষে ফুটবলের আয়োজনগুলোর সঙ্গে কিভাবে জাকারিয়া পিন্টু-প্রতাশ শঙ্কর হাজরাদেরও সম্পৃক্ত করতে চায় বাফুফে? ‘আসলে এ সব বিষয় নিয়ে আলোচনা করতেই শনিবার দুপুরে স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্যদের আমন্ত্রণ জানিয়েছেন সভাপতি। আমরা ফুটবলের বিভিন্ন কাজে তাদের সম্পৃক্ত করতে চাই এ প্রজন্মের ফুটবলার ও সংগঠকদের অনুপ্রাণিত করতে। স্বাধীন বাংলা ফুটবলের দলের কিছু সদস্য ঢাকায় থাকেন। বাকিরা বিভিন্ন জেলায়। ১৭ জানুয়ারি জেলায় জেলায় যে জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে, সেখানে এই কৃতি ফুটবলারদের সম্পৃক্ত করব আমরা। নিজ নিজ জেলার খেলায় যদি তারা মাঠে যান তাহলে এই প্রজন্ম অনুপ্রাণিত হবেন’-বলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ।

Bootstrap Image Preview