Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ড্রাইভারবিহীন গাড়ি আনছে সনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২০, ১০:১২ AM
আপডেট: ১০ জানুয়ারী ২০২০, ১০:১২ AM

bdmorning Image Preview


নতুন বছরে সবাইকে অবাক করে সনি নিয়ে আসতে চলেছে চার চাকার গাড়ি। হ্যাঁ, মিউজিক সিস্টেম, স্মার্টফোন, টিভিওসহ একাধিক ডিভাইস তৈরির পাশাপাশি সনি এবার মন দিয়েছে গাড়ি শিল্পে। গাড়ির মধ্যে থাকছে এন্টারটেনমেন্ট টেকনোলজি। এর আগে সনি কখনই গাড়ি সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ্যে নিয়ে আসেনি।

গাড়ির নাম- দ্য ভিসন এস। গাড়ির মধ্যে থাকছে ৩৩টি সেন্সর। মাল্টিপেল ওয়াইডস্ক্রিন ডিসপ্লে থাকবে গাড়ির ড্যাসবোর্ডে। সে স্ক্রিন এন্টারটেনমেন্টের ক্ষেত্রেও ব্যবহারযোগ্য। ৩৬০ ডিগ্রি অডিও ফিচার থাকছে গাড়ির ভিতর।

গাড়ির সমস্ত সেন্সরও ফিচারের জন্য সনি বোস, কোয়ালকম, ব্ল্যাকবেরি, মেগনা, কন্টিনেন্টাল, এবং এনভিদিয়া সঙ্গে জোট বেঁধেছে।

ফাইনান্সিয়াল টাইমসকে সনি একটি ইন্টারভিউতে জানিয়েছেন, গাড়ির ফিচার আরও উন্নত করতে কোম্পানি ‘লিডার ভিসন টেকনোলজি’ এবং ‘সেলফ ড্রাইভ কার সেফটি’ নিয়ে কাজ করছে। যে গাড়ির ভিডিও সনি শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়, সেটি গাড়ির প্রোটোটাইপ ভার্সন।

Bootstrap Image Preview