Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত মা-বাবা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০২০, ১০:২৩ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০২০, ১০:২৩ PM

bdmorning Image Preview


আল্লাহ মহান, দয়ালু, করুনাময়, এক ও অদ্বিতীয়। এই সুন্দর পৃথিবীতে তিনি মানুষের কল্যাণে অনেক নেয়ামত দান করেছেন। যার মধ্যে মা-বাবা শ্রেষ্ঠ নেয়ামত। দুনিয়ার সব মানুষের বিকল্প কল্পনা করা সম্ভব হলেও মা-বাবার বিকল্প নেই।

পবিত্র কোরআনের সূরা বনি ইসরাঈলের আয়াত ২৩-২৪ এ মহান আল্লাহ মা-বাবার সেবা ও খেদমত করার প্রতি নির্দেশ দিয়েছেন। ইরশাদ হচ্ছে- আপনার পালনকর্তা নির্দেশ দিয়েছেন যে, তোমরা একমাত্র তাঁরই ইবাদত কর এবং পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার কর..।

হজরত আবু হোরায়রা (রা.) হতে বর্ণিত। তিনি বলেছেন, একবার এক ব্যক্তি বলল, ইয়া রসুলুল্লাহ! আমার সংশ্লিষ্ট লোকদের মধ্যে কে সর্বাধিক সৌজন্যমূলক আচরণ লাভের অধিকারী? তিনি বললেন, তোমার মাতা। সে জিজ্ঞাসা করল, তারপর কে, তিনি বললেন, তোমার মাতা। সে আবার জিজ্ঞাসা করল, তারপর কে? তিনি বললেন, তোমার মাতা। সে আবারও জিজ্ঞাসা করল, তারপর কে? তিনি বললেন, তোমার পিতা। এরপর তোমার (পর্যায়ক্রমে) নিকটবর্তী ব্যক্তিরা (বুখারি ও মুসলিম)।

অন্য এক হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি তার মায়ের পা চুম্বন করল (কদমবুছি করল) সে যেন বেহেশতের চৌকাঠে চুম্বন করল।
যারা মা-বাবার সাথে খারাপ ব্যবহার, তাঁদের অবাধ্যতা, কষ্ট দেয়া এবং তাঁদের সাথে দুর্ব্যবহার করে, তাদের উপর আল্লাহ ও তাঁর রাসূল সা: এবং ফেরেশতারা অভিসম্পাত করেন।
আল্লাহ এই দুনিয়ার প্রত্যেকটি সন্তানকে মা- বাবার সেবা করার জন্য তৌফিক দান করুক আমিন…

Bootstrap Image Preview