Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাতে মুখোমুখি বার্সেলোনা-অ্যাতলেটিকো মাদ্রিদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০২০, ০৩:২১ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০২০, ০৩:২১ PM

bdmorning Image Preview


নতুন ফরম্যাটের আসরের দ্বিতীয় সেমিফাইনালে আজ রাতে মুখোমুখি হবে বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ। হাইভোল্টেজ এই ম্যাচে দু’দলই পাবেনা তাদের গুরুত্বপূর্ণ কিছু ফুটবলার। বার্সাকে নামতে হবে নিয়মিত গোলরক্ষক মার্ক তের স্টেগেনকে ছাড়াই। আর অ্যাতলেটিকো পাবে না অভিজ্ঞ স্ট্রাইকার দিয়েগো কস্তাকে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

মরুর দেশে ফুটবল দ্বৈরথ। নিজেদের দেশ ছেড়ে বার্সেলোনা-অ্যাতলেটিকো মাদ্রিদ লড়াই করবে সৌদি আরবে। নতুন আঙ্গিকে এবার আয়োজন করা হয়েছে স্প্যানিশ সুপার কাপে। এর আগে এই আসরে মুখোমুখি হতো লা লিগা ও কোপা দেল রে জয়ী দুই ক্লাব। কিন্তু এবার নতুনত্ব এনেছে স্প্যানিশ ফেডারেশন। যার কারণেই নিজ দেশ ছেড়ে বিশ্বের সেরা ফুটবলারদের নৈপূণ্যর সাক্ষী হবে সৌদি আরবের দর্শকরা।

বড়দিনের ছুটির পর দু'দলই ফিরেছে মাঠে। তবে অভিজ্ঞতা হয়েছে ভিন্ন। অ্যাতলেটিকো জয় তুলে নিয়ে ব্যবধান কমিয়েছে রিয়াল-বার্সার সঙ্গে। আর বার্সা কাতালান ডার্বিতে হারিয়েছে পয়েন্ট। চাপে আছেন কোন ভালভার্দে। শেষ ৪ ম্যাচ ৩টিতে ড্র করেছে তার দল। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে নামার আগে সেসব পরিসংখ্যান ভুলে যেতে চাইবে মেসি-সুয়ারেজরা।

সমস্যা আছে আরো। গুরুত্বপূর্ণ এই ম্যাচে তের স্টেগেন ছাড়াও, ডেম্বেলেকে পাবে না বার্সেলোনা। ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের খেলা নিয়ে আছে সংশয়। তবে সবার নজর থাকবে আন্তোয়ান গ্রিজম্যানের দিকে। ন্যু ক্যাম্পে এসে এখনো তিনি খুঁজে পান নি নিজের সেরা ফর্ম। সাবেক ক্লাবের বিপক্ষে গেলো মাসে লা লিগার খেলায় ছিলেন নিষ্প্রভ। রেকর্ড পরিমাণ অর্থে বার্সায় যোগ দেয়া এই ফরোয়ার্ড এখন পর্যন্ত গোল করেছেন ৮টি।

অ্যাতলেটিকোতে আছে ইনজুরি সমস্যা। দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার দিয়েগো কস্তা ছাড়াও থমাস লেমার খেলতে পারবেন না এই ম্যাচে। তবে সুখবর, কোকে সুস্থ হয়ে মাঠে ফিরতে প্রস্তুত। আর বার্সার ডিফেন্স ভেদ করার দায়িত্ব থাকবে ফেলিক্স ও মোরাতার ওপর।

দু'দলের মুখোমুখি পরিসংখ্যান দেখলে অবশ্য সবাই এগিয়ে রাখবে বার্সেলোনাকেই। অ্যাতলেটিকোর বিপক্ষে শেষ ৯ ম্যাচে অপরাজিত মেসিরা। যার মধ্যে জয় এসেছে ৫টিতে। তবে মাঠে নামলে এসব পরিসংখ্যান ফুটবলাররা কতটাই আর মনে রাখে। জেদ্দায় নতুন কিছু রচনা হোক বা না হোক, সমর্থকরা অপেক্ষা করছে রোমাঞ্চকর এক লড়াই দেখতে।

Bootstrap Image Preview