Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দিল্লি গণধর্ষণ কাণ্ডের মামলার রায় নিয়ে আবেগতাড়িত যুবরাজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০২০, ০২:১০ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০২০, ০২:১০ PM

bdmorning Image Preview


দিল্লি গণধর্ষণ বা নির্ভয়া মামলায় দোষী সাব্যস্ত চারজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে দিল্লি আদালত। রায়কে স্বাগত জানিয়েছেন অধিকাংশ ভারতীয়।সেই তালিকায় আছেন দেশটির ক্রিকেট কিংবদন্তি যুবরাজ সিং। এ নিয়ে আবেগতাড়িত বার্তা দিয়েছেন তিনি।

২০১২ সালে দিল্লিতে চলন্ত বাসে এক তরণীকে গণর্ধষণ করা হয়। কিছুদিন পর হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনায় বীভৎসতায় কেঁপে ওঠে গোটা ভারত। ঘটনায় অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে ১ জন জেলে আত্মহত্যা করে। ১ জন নাবালক হওয়ায় মুক্তি পায়।

বাকি ৪ অভিযুক্তকে ৭ বছর পর দোষী সাব্যস্ত করে আদালত। অবশেষে তাদের বিরুদ্ধে ফাঁসির সাজা শোনান বিচারক। এত বছর পর রায়। আর তা উপযুক্ত হওয়ায় আদালতকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক যুবরাজ।

এক টুইটবার্তায় তিনি বলেন, দেরিতে হলেও সঠিক বিচার পেলেন নির্ভয়ার পরিবারের সদস্যরা। 'ন্যায়' সবকিছুর ঊর্ধ্বে। এবার দিল্লি গণধর্ষণ কাণ্ডের নিগৃহীতা চিরশান্তিতে ঘুমোবেন।

Bootstrap Image Preview