Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আরেকটি এল ক্ল্যাসিকোর সম্ভাবনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০২০, ১১:০৫ AM
আপডেট: ০৯ জানুয়ারী ২০২০, ১১:০৫ AM

bdmorning Image Preview


নতুন আঙ্গিকে চার দলের স্প্যানিশ সুপার কাপের প্রথম সেমিফাইনালে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়ে শিরোপার মঞ্চে উঠেছে রিয়াল মাদ্রিদ।

সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে বুধবার রাতের ম্যাচে জিনেদিন জিদানের গোল করা তিন শিষ্য হলেন- টনি ক্রুস, ইসকো ও লুকা মদ্রিচ।

দেশের বাইরে হচ্ছে এবারের স্প্যানিশ সুপার কাপ। আরেকটি এল ক্ল্যাসিকোর সম্ভাবনা জেগেছে তাতে। দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার রাতে লড়বে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। মেসি-সুয়ারেজরা জিতলে ১২ জানুয়ারির ফাইনালে হবে দুই স্প্যানিশ জায়ান্টের সুপার-ক্ল্যাসিকো।

হ্যাজার্ড, বেল, বেনজেমারা ছিলেন না। মাঠে নামার আগে খানিকটা চিন্তা ছিলই! ম্যাচের ১৫ মিনিটেই চিন্তার কুয়াশা সরানোর কাজটা করে দেন টনি ক্রুস। রিয়ালকে এনে দেন লিড।

বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ করেন ইসকো। ম্যাচের ৩৯ মিনিটে মদ্রিচের গোলমুখী শট প্রতিপক্ষের একজনের কোমরে লেগে ফেরত এলে পাল্টা শটে জাল খুঁজে নেন এ স্প্যানিশ মিডফিল্ডার।

মধ্যবিরতির পর ফিরে ভালো খেলার ধারাটা ধরে রাখে রিয়াল। ম্যাচের ৬৫ মিনিটে তৃতীয় গোল এনে সেটিকে সাফল্যে রূপ দেন মদ্রিচ। ক্রোয়েট মিডফিল্ডারের ওই গোলের পর ম্যাচে ফেরার শেষ আশাটুকুও নিভে যায় ভ্যালেন্সিয়ার।

পরের দিকে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার দৃঢ়তায় সেটি আরও কঠিন হয়ে ওঠে ভ্যালেন্সিয়ার জন্য। যোগ করা সময়ের স্পটকিকে সান্ত্বনার গোলটি অবশ্য পায় তারা, সার্জিও রামোস হাতে বল লাগালে পেনাল্টি পেয়ে গোল করেন দানি পারেজো।

Bootstrap Image Preview