Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সত্যতা যাচাই না করে কোনো কিছু শেয়ার দিবেন না: প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০২০, ০১:১২ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০২০, ০১:১২ PM

bdmorning Image Preview


সাইবার নিরাপত্তার জন্য ফিল্টারের ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুজ‌বে কান না দিয়ে সত্য মিথ্যা যাচাই-বাছাই না করে কোনো কিছুতে রিঅ্যাক্ট করা বা শেয়ার না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘সাইবার নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টারনেটে সুযোগ যেমন তৈরি হয়, অনেক সময় সমস্যাও সৃষ্টি করে। মোবাইল ফোন ব্যবহার করতে গেলে বা ইন্টারনেট ব্যবহার করতে গেলে বা বিভিন্ন অ্যাপস ব্যবহার করতে গেলে দেখা যায় বিভিন্ন ধরনের জিনিস চলে আসে। সেগুলো ফিল্টার করার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি গুজবে কান দেবেন না।’

তিনি আরও বলেন, ‘অনেক সময় কারও বিরুদ্ধে কিছু বলতে গেলে এমনভাবে একটা অ্যাপস তৈরি করে ছেড়ে দেয় যে, পরে সত্য খতিয়ে দেখতে গেলে দেখা যায় ওটা সম্পূর্ণ ভুয়া। কাজেই এটা কীভাবে আরও নিরাপত্তা দেওয়া যেতে পারে, সেই সাথে সাথে আমরা দেশের মানুষকে বলবো একটা কিছু আসলো অমনি সেটা শুনে সেখানে রিঅ্যাক্ট করা বা সেটা শুনেই কোনো কিছু করা ঠিক না। সঠিক তথ্যটা যাচাই করে নেওয়া দরকার। সত্য না মিথ্যা সেটা যাচাই করতে হবে। যাচাই না করে কারও কোনো ধরনের মন্তব্য দেওয়া, সেটাকে ছোঁয়াই উচিত না, সেখানে হাত দেওয়াই উচিত। তাতে কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বলবো কোনো পোস্ট শেয়ার করতে হলে আগে খোঁজ নিয়ে দেখতে হবে যে এটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। এই বিষয়টা বিশেষভাবে নজর দিতে হবে যে কোনো পোস্ট বা কোনো কিছু শেয়ার করা, ইন্টানেটে কোনো অ্যাপস দেখলেই সেটা যাচাই না করেই শুধুমাত্র গুজবে কান দিয়ে বা কৌতুহলবশত সেগুলোতে না প্রবেশ করাটাই ভালো। সেটা আমাদের সমাজের জন্য, দেশের জন্য এবং প্রত্যেকের ব্যক্তি জীবনের জন্য মঙ্গল বয়ে আনবে।’

‘কাজেই সেই বিষয়ে আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা এই বিষয়ে যথেষ্ট সচেতন থাকবেন’-আরও যোগ করেন সরকারপ্রধান।

অনুষ্ঠানে ‘মাই গভ’ বা ‘আমার সরকার’ অ্যাপ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অ্যাপে অনলাইনে সরকারের মোট ১৭২টি সেবা পাওয়া যাবে। কেউ বিপদে পড়লে অ্যাপটি খুলে মোবাইল ফোন ঝাঁকালে সরাসরি ৯৯৯ নম্বরে ফোন চলে যাবে।

এ সময় সেরা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়, সেরা দপ্তর সমাজ সেবা অধিদপ্তর, শ্রেষ্ঠ বিভাগ সিলেট বিভাগ, শ্রেষ্ঠ জেলা খুলনা, শ্রেষ্ঠ উপজেলা কুমিলা সদর ও শ্রেষ্ঠ ডিজিটাল ক্যাম্পাস শাহজালালাল বিশ্ববিদ্যালয়কে সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী।

Bootstrap Image Preview