Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০২০, ১০:২৬ AM
আপডেট: ০৮ জানুয়ারী ২০২০, ১০:২৬ AM

bdmorning Image Preview


পঞ্চগড়ে বুধবার ভোর থেকে ঘন কুয়াশা ও প্রচণ্ড ঠাণ্ডা বিরাজ  করছে। আজ ভোরে আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা ৭.৪ ডিগ্রি এবং সকাল নয়টায় ৬.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

তিনি আরও জানায়, আশেপাশের জেলাগুলোতেও তাপমাত্রা কমেছে। জানুয়ারির শুরুতে  এখন মৃদু শৈত্যপ্রবাহ চলছে। এই  সপ্তাহে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে জানায় তেতুঁলিয়া আবহাওয়া অফিস।

এদিকে পথচারী এবং নিম্ন আয়ের শ্রমজীবী মানুষদের সঙ্গে কথা বলে জানা যায়, রাস্তাঘাটে প্রচণ্ড ঠাণ্ডার  জন্য যানবাহন চালাতে সমস্যা হচ্ছে। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলছে। উত্তরের ঠাণ্ডা বাতাসে গা হিম হয়ে আসে। লেপ ও কম্বল ছাড়া ঘুমানো যায় না। অনেকেই রাত কিংবা ভোরে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেন।

এছাড়া শীতের প্রকোপ বাড়তে শুরু করায় জেলার হাসপাতালগুলোতে দিন দিন শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এদিকে দরিদ্র শীতার্তদের জন্য প্রথম দফায় প্রায় ৩০ হাজার শীতবস্ত্র পঞ্চগড়ের পাঁচটি উপজেলায় বিতরণ করা হয়েছে।

Bootstrap Image Preview