Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইউএনও'র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ,বর-শাশুড়িকে অর্থদণ্ড!

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০২০, ০৮:০৬ PM
আপডেট: ০৭ জানুয়ারী ২০২০, ০৮:০৬ PM

bdmorning Image Preview


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল আহমদের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ হয়েছে। এছাড়াও ইউএনও ঘটনাস্থলে গিয়ে বিবাহের অনুষ্ঠান বন্ধ করে দিয়ে বর ও কনের পরিবারকে সতর্ক করেন এবং বর ও কনের মা কে অর্থদন্ড দিয়েছেন।

সোমবার (৬ জানুয়ারী) দুপুরে উপজেলার চরহাজারী ইউনিয়নের শান্তির হাট এলাকায় এ বাল্যবিবাহ বন্ধ করে দেন ইউএনও ফয়সাল আহমেদ। অর্থদণ্ডপ্রাপ্তরা হচ্ছেন, উপজেলার চরপার্বতী গ্রামের মনির আহম্মদের ছেলে মাঈন উদ্দিন ও চরহাজারী গ্রামের সেলিমের স্ত্রী বিবি ফাতেমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিবি ফাতেমা তার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে মাঈন উদ্দিন লিটনের সাথে বাল্যবিবাহের আয়োজন করেছিলেন। গোপন সুত্রে খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ে পণ্ড করে দেয়। এসময় বর ও শাশুড়িকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসা হয়।

পরে তাদের বাল্যবিবাহ নিরোধ আইন ২০০৭ এর (১) ধারা অনুযায়ী বর মাইন উদ্দিন লিটনকে ৫ হাজার টাকা এবং তার শাশুড়িকে বিবি ফাতেমাকে একই আইনে (৮) ধারা মোতাবেক ২ হাজার টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন,বাল্যবিবাহ রোধে অভিযান অব্যাহত থাকবে।

Bootstrap Image Preview