Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের লীগ বর্জনের হুমকি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০২০, ১২:৫২ PM
আপডেট: ০৭ জানুয়ারী ২০২০, ১২:৫২ PM

bdmorning Image Preview


ফেডারেশন কাপ ফুটবলে সাইফ স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ৩-১ গোলে হেরে বিদায় নেয়া শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবার হুমকি দিয়েছে লিগ বর্জনের। আজ (সোমবার) ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান মনজুর কাদের এ কথা জানিয়েছেন।

গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত সেই গ্রুপ ম্যাচে শেখ জামালের বিরুদ্ধে ৮৫ মিনিটে পেনাল্টি পায় সাইফ স্পোর্টিং ক্লাব। তখন ম্যাচ চলছিল ১-১ গোলে। পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং ক্লাব। পরে আরেক গোল দিয়ে ম্যাচ জেতে ৩-১ ব্যবধানে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দাবি ওটা কোনোভাবেই পেনাল্টি ছিল না।

এ নিয়ে বাফুফে সভাপতিতে চিঠি দিয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব পেনাল্টির সিদ্ধান্ত খতিয়ে দেখার অনুরোধ করেছিল। ওই চিঠির কোনো জবাব বাফুফে দেয়নি। বরং দলের ট্রেনার হাসান আল মামুনসহ ৩ জনকে শোকজ করে বাফুফে। তাতে বেজায় খেপেছে ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নরা।

মনজুর কাদের বলেছেন, ‘লিগের আগে পেনাল্টি তদন্ত করতে হবে। পেনাল্টি না হলে রেফারি আনিসুর রহমান সাগরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তা না হলে আমাদের লিগ খেলে লাভ কী?’

Bootstrap Image Preview