Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শক্তিশালী দল নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০২০, ১২:১৭ PM
আপডেট: ০৭ জানুয়ারী ২০২০, ১২:১৮ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য সোমবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন- বাফুফে। জামাল ভূঁইয়াকে অধিনায়ক করে সাজানো হয়েছে কোচ ডেমি ডের লড়াকুবাহিনী।

ফেডারেশন কাপে দুর্দান্ত পারফর্ম করা বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মণ দীর্ঘদিন পর ফিরেছেন জাতীয় দলে। ইনজুরির কারণে স্কোয়াডে জায়গা হয়নি ফরোয়ার্ড বিপলু আহমেদের।

পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন ইয়াসিন আরাফাত। শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে নজর কাড়া চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার মানিক হোসেন মোল্লা প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে।

১৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশের গ্রুপে আছে শক্তিশালী প্যালেস্টাইন। ৬ জাতির আসরে গ্রুপ ‘এ’তে বর্তমান চ্যাম্পিয়ন প্যালেস্টাইনের সঙ্গে স্বাগতিকরা মোকাবিলা করবে শ্রীলঙ্কাকেও। গ্রুপ ‘বি’তে আছে বুরুন্ডি, মরিশাস ও সেসেলশ।

সবশেষ ২০১৮ সালে প্যালেস্টাইনের বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। স্বাগতিকদের ২-০ গোলে হারিয়ে ফাইনালে যাওয়া প্যালেস্টাইন শিরোপা জিতে নিয়েছিল তাজিকিস্তানকে টাইব্রেকে হারিয়ে। এবারের আসরে তাজিকিস্তানকে দেখা যাবে না।

৬ দলের মধ্যে ফিফা র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে প্যালেস্টাইন, মধ্যপ্রাচ্যের দেশটির র‍্যাঙ্কিং ১০৬। বুরুন্ডির র‍্যাঙ্কিং ১৫১ ও মরিশাস আছে ১৭২ নম্বরে। স্বাগতিক বাংলাদেশের র‍্যাঙ্কিং ১৮৭। টুর্নামেন্ট শুরু হবে ১৫ জানুয়ারি, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

বাংলাদেশ দল
গোলকিপার: আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল।
ডিফেন্স: তপু বর্মণ, রায়হান হাসান, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া।
মিডফিল্ড: জামাল ভূঁইয়া, সাদ উদ্দিন, মামুনুল ইসলাম মামুন, রবিউল হাসান, সোহেল রানা, মানিক হোসেন মোল্লা।
ফরোয়ার্ড: নাবীব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলম সবুজ, মতিন মিয়া, আরিফুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, রাকিব হোসেন।

 

Bootstrap Image Preview