Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

যুদ্ধাহত মুক্তিযুদ্ধা আলী আহমেদকে গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় আওয়ামী লীগ কর্মীরা

হৃদয় দেবনাথ, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০২০, ০৮:৫১ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০২০, ০৮:৫১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


১৯৫৪ সালের ৬ ডিসেম্বর স্বাধীনতার এই মাসেই বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ কুমিল্লা জেলার হোমনা থানার অন্তর্গত নিলখী গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই প্রচন্ড মেধাবী এবং পরোপকারী আলী আহমেদ সমাজহিতৈষী কাজের জন্য সকলের নজর কাড়তে সক্ষম হন। ৭১ সালে যুদ্ধ শুরু হলে মহান মুক্তিযুদ্ধেও অংশ নেন তিনি।

যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা আলী আহমেদ ১৯৬৮ সালে হোমনা থানা ছাএলীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদকের দায়িত্বে ছিলেন।২০১০ সালে কুমিল্লা উওর জেলা কৃষক লীগের সাধারন সম্পাদকের পদেও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০০৮ এবং সর্বশেষ ২০১৮'র একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সাথে সম্মানিত সদস্য হিসেবেও কাজ করেছেন এই বীর মুক্তিযুদ্ধা।

এছাড়াও তিনি ১৯৬৯ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত। ৬৯ এর গনঅভ্যুথানে সক্রিয় ভূমিকা পালন করার পাশাপাশি ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহান স্বাধীনতা যুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। বর্তমানে হোমনা উপজেলা আওয়ামী লীগেরও একজন সম্মানিত সিনিয়র সদস্য তিনি।

সাবেক এই আমলা জানান, আমি দেশ মাতৃকাকে শত্রুর কবল থেকে মুক্ত করতে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পংগু হয়েছি। ছাত্র জীবন থেকে ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতিতে আমি প্রবেশ করি।

তিনি আরও জানান, বিএনপির ঘাঁটি হিসেবে খ্যাত কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনটি। এ আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সহ-সভাপতি মরহুম এম কে আনোয়ার বারবার নির্বাচিত হয়ে বিএনপি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। বিএনপির ঘাঁটি এ আসনটি উদ্ধারে তিনি সক্রিয়ভাবে মাঠে কাজ করেছেন।

দুঃখ প্রকাশ করে এ বীর মুক্তিযোদ্ধা বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক মতাদর্শ এবং আমার সামাজিক কর্মকান্ড এবং তৃণমূল পর্যায়ে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় আসার পর তাদের রোষানলে পরে মিথ্যে মামলায় চাকরি হারান তিনি।

দীর্ঘ পাঁচ বছর চাকরি হারিয়ে উকালতি করে স্ত্রী সন্তানদের নিয়ে খুব কষ্টে দিনানিপাত করেছেন যুদ্ধাহত এই বীর মুক্তিযোদ্ধার পরিবার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ফের তিনি চাকরি ফিরে পান।

বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাবাজন এ মুক্তিযোদ্ধা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার বিভিন্নভাবে আমাকে হয়রানি করেছে। আমার পরিবারকেও ছাড় দেয়নি তারা।

তিনি আরও বলেন, আমি ছাত্র রাজনীতির সময় থেকেই এলাকার তৃণমূল মানুষের সাথে সম্পৃক্ত রয়েছি।

সম্প্রতি এলাকায় জনসংযোগকালে তিনি বলেন, এই বিএনপি-জামায়াত জোট সরকারের হয়রানি আর জুলুম নির্যাতনের শিকার আমি আর আমার পরিবার। আর এই বিষয়টা অত্র অঞ্চলের সকলেই জানেন। আওয়ামী লীগ করি, মানুষ আমাকে ভালোবাসে আর এই অপরাধে আমাকে কতটা নির্যাতন সহ্য করতে হয়েছে তা এলাকার সাধারণ জনগণও ভালো করে জানেন।

এছাড়াও তিনি হোমনা-তিতাসকে বিএনপি”র দূর্গ না বলে, ভবিষ্যতে যেন আওয়ামী লীগের দূর্গ বলা হয়, তার জন্য হোমনা-তিতাস আসনের সবাইকে নিয়ে এক সাথে কাজ করে গত নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দেয়ার পেছনে বীর মুক্তিযোদ্ধা এড.আলী আহমেদের ভূমিকা অনেক।

সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ন সচিব এবং সর্বশেষ চট্রগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন শেষে সম্প্রতি অবসরে আসেন এ মুক্তিযোদ্ধা। হোমনা উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা, ৬৯ এর গনঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহনকারী, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, সাবেক যুগ্ম সচিব (জনপ্রশাসন মন্ত্রণালয়) আলী আহমেদকে আসন্ন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দেখতে চায় কুমিল্লা উত্তর আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা।

Bootstrap Image Preview