Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হঠাৎ অসুস্থ নানক, হার্টে ধরা পড়ল দুই ব্লক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০২০, ০৫:১৮ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০২০, ০৫:১৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


হৃদরোগে আক্রান্ত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানককে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত জানিয়েছেন চিকিৎসকরা। নানক বর্তমানে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। তার চিকিৎসার তত্ত্বাবধানে রয়েছেন হাসপাতালটির অধ্যাপক ডা. লুতফর রহমান এবং অধ্যাপক ডা. মাহবুবুর রহমান। তারা তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করবেন বলে নিশ্চিত করেছেন।

হাসপাতালে গিয়ে দেখা যায়, নানককে দেখতে আওয়ামী লীগের সিনিয়র ও ধানমন্ডির নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন।

চিকিৎসকের বরাত দিয়ে দলের নেতারা জানান, নানকের হার্টে দুটো ব্লক ধরা পড়েছে। একটি ৯০ ভাগ, অপরটি ৫০ ভাগ ব্লক। ইতোমধ্যে ৯০ ভাগ ব্লকটিতে রিং বসানো হয়েছে। অন্য ব্লকটি একই লাইনে থাকায় এটাতে রিং বসাতে হবে না। তবে তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।

এর আগে সোমবার সকালে ঘুম থেকে ওঠার পর বুকে ব্যথা অনুভূত হলে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালেযান তিনি। পরে এনজিওগ্রাম করা হলে (হৃদযন্ত্রের রক্তনালীতে) দুটি ব্লক ধরা পড়ে।

Bootstrap Image Preview