Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গৃহবধূ লাইজু হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০২০, ০৪:১৩ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০২০, ০৪:১৩ PM

bdmorning Image Preview


ভোলার দৌলতখান মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও গৃহবধু লাইজু আক্তারের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে দৌলতখান সরকারী আবু আব্দুল্লাহ কলেজের শিক্ষার্থীরা।

আজ (৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজের গেটের সামনে দাঁড়িয়ে প্রায় এক ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে তারা দৌলতখান বাজারের সদর রোডে বিক্ষোভ মিছিল করে হত্যাকারীদের বিচার দাবি করেন। এতে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এ সময় বক্তব্য রাখেন দৌলতখান আবু আব্দুল্লাহ সরকারী কলেজের অধ্যক্ষ মো. শম, ফারুক, শিক্ষার্থীরা ও প্রমূখ। এছাড়াও মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে লাইজুর বড় ভাই ইসমাইল শিকদারসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা লাইজুর প্রতি স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের অতীতের অত্যাচার ও নির্যাতনের চিত্র তুলে ধরেন। এ সময় তারা জানান, লাইজুর হত্যাকারী তানজিলসহ জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে মামলার সকল আসামীদের গ্রেফতার করা না হলে তারা এর চেয়েও কঠোর কর্মসূচীর হুঁশিয়ারি দেন।

প্রসঙ্গত গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে দৌলতখান মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ও উপজেলার চরপাতা এলাকার মো. মোশারেফ হোসেন ওরফে মসু সিকদারের মেয়ে লাইজু আক্তারকে তার শ্বশুরবাড়ির লোকজন মেরে ঘরে রেখে সবাই পালিয়ে যায়।

পরে পুলিশ লাইজুর শ্বশুরবাড়ি সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তুলাতলি গ্রাম থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় লাইজুর বড় ভাই ইসমাইল সিকদার বাদি হয়ে লাইজুর স্বামী তানজিলসহ সাতজনকে আসামি করে ভোলা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার চার দিন পেরিয়ে গেলেও এখনও কোনো আসামি গ্রেফতার হয়নি।

Bootstrap Image Preview