Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘আগুন ঝড়’ থেকে বাঁচতে একসাথে প্রার্থনা করলো মুসলিম-খ্রিস্টানরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২০, ০৭:৪৫ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০২০, ০৭:৪৫ PM

bdmorning Image Preview


দাবানলে বিপর্যস্ত অস্ট্রেলিয়া। দিন যতই গড়াচ্ছে দাবানলের তীব্রতাও বৃদ্ধি পাচ্ছে। অতি তাপমাত্রা ও শক্তিশালী বাতাসের কারণে নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে দাবানল।

এদিকে দাবানল কমাতে বৃষ্টির জন্য ঈশ্বরের কাছে একসঙ্গে প্রার্থনা করলো অ্যাডিলেডের মুসলমান ও খ্রিস্টান ধর্মাবলম্বী লোকজন। যা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইল একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

ডেইলি মেইলের প্রতিবেদন থেকে জানা যায়, রোববার (৫ জানুয়ারি) অ্যাডিলেডের বনিথন পার্কে বৃষ্টির জন্য প্রার্থনার ব্যবস্থা করেন খ্রিস্টান ধর্মাবলম্বী কিছু লোক। এসময় মুসলমানরা তাদের সঙ্গে একত্রিত হয়। প্রায় ৫০জন মুসলমান নারী, পুরুষ ও শিশু এই প্রার্থনায় অংশগ্রহণ করেন। সেখানে তারা দাবানল থামাতে ও খরাজনিত অঞ্চলে বৃষ্টির জন্য প্রার্থনা করেন।

একজন বলেন ‘আমার বন্ধু, অধ্যাপক মোহামাদ আবুদাল্লা ঈশ্বরের প্রতি অনুতাপ ও ​নির্ভরতার জানাতে খুতবা পাঠ করেন।’

এছাড়াও দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রিমিয়ার স্টিভেন মার্শাল জানিয়েছেন, মৃত্যু খবরগুলো সত্যিই দুঃখজনক সংবাদ। আমরা সেইসব পরিবারগুলির প্রতি গভীর শোক প্রকাশ করছি যারা এই দাবানলে ক্ষতিগ্রস্থ হয়েছে। এখন ক্যাঙ্গারু দ্বীপে খুব বিপজ্জনক পরিস্থিতি। ‘

ডিসেম্বরের শেষের দিক থেকে আগুন জ্বলছিল তবে শুক্রবার নাটকীয়ভাবে বেড়েছে আগুনের তাপমাত্রা। বাতাসের কারণে পরিস্থিতি দ্রুত পাল্টে গেছে। আর এ কারণেই পুরো দ্বীপটি হয় জরুরি অবস্থার সতর্কতা জানি করা হয়েছে। সবাইকে নিরাপদ স্থান হিসেবে পূর্ব উপকূলে কেবলজিংকোট এবং পেনেসা শহরগুলিতে সরিয়ে নিতে পরামর্শ দিয়েছে ওয়াচ অ্যাক্ট।

Bootstrap Image Preview