Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'আয়াতুল কুরসি' পড়ে মাঠে নামেন হামজা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২০, ১১:১৬ AM
আপডেট: ০৫ জানুয়ারী ২০২০, ১১:১৬ AM

bdmorning Image Preview


বাংলাদেশি বংশোদ্ভুত ইংলিশ ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী সম্প্রতি বাংলাদেশে খুবই আলোচিত। হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট এলাকার সম্ভ্রান্ত দেওয়ান পরিবারের ছেলে হামজা। মা বাংলাদেশি হলেও বাবা জ্যামাইকান। জন্ম ইংল্যান্ডে।

তিনি খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হয়ে। এগুলো পুরনো কথা। কেননা, বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ায় এরই মধ্যে তার বিষয়ে বিস্তারিত জেনে গেছেন এদেশের মানুষ।

তবে এবার মাঠের পারফম্যান্স দিয়ে আলোচনায় এসেছেন হামজা। নতুন বছরের শুরুতে প্রিমিয়ার লিগে গোল পেলেন তিনি। লেস্টারের হয়ে তিন বছরের ক্যারিয়ারে এটি তার প্রথম গোল।

লেস্টার সিটির সিনিয়র দলে ২০১৭-১৮ মৌসুমে প্রথম সুযোগ পান হামজা। দলে খেলেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। 

বর্তমানে মায়ের সঙ্গে মিড ইস্টল্যান্ডে থাকেন হামজা। হামজা ব্রিটিশ হলেও বাংলাদেশিদের মতো অনর্গল বাংলায় কথা বলতে পারেন। তার মা তাকে বাংলাদেশের পরিবেশে বড় করেছেন। 

হামজার ভাষ্যমতে ২০ বারের বেশি বাংলাদেশে আসা হয়েছে তার। সর্বশেষ এসেছেন চার বছর আগে। পেশাদার ফুটবলে যুক্ত হওয়ার পূর্বে। হামজা মুসলিম ধর্ম অনুসারী। নিয়মিত পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরিফ পাঠ করেন। একবার বিবিসিকে এক সাক্ষাৎকারে হামজা জানিয়েছিলেন, প্রতিটি ম্যাচে মাঠে নামার আগে ‘আয়াতুল কুরসি’ পাঠ করে নামেন তিনি।

Bootstrap Image Preview