Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চিকিৎসার ভয়ে এক নারীর অস্বাভাবিক মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০২০, ০৫:১৭ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০২০, ০৫:১৭ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত জাপান গার্ডেন সিটি আবাসিক এলাকার চারতলার একটি ফ্ল্যাট থেকে পড়ে হাছিনা নকিব (৫৬) নামের এক নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ওই নারীর স্বামী একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তার নাম হারুন নকিব।

মানসিক ভারসাম্যহীন ওই নারী চিকিৎসার ভয়ে বাসার জানালা দিয়ে লাফ দিয়েছেন বলে জানা গেছে।

জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক সমিতির যুগ্ম সম্পাদক মুফদি আহমেদ জানান, হারুন তার স্ত্রী ও এক ছেলেকে নিয়ে ২০ নম্বর ভবনের ৪০৪ নম্বর ফ্ল্যাটে বাস করেন। নিহত হাছিনা নকিব মানসিক ভারসাম্যহীন ছিলেন। আগেও তার চিকিৎসা করানো হয়েছে। আবার হাসপাতালে নেয়ার কথা শুনে রান্নাঘরের কাটা গ্রিলের ভেতর দিয়ে তিনি পালাতে চেয়েছিলেন। পুরো ঘটনাটি আদাবর পুলিশকে জানানো হয়েছে।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ওয়াহিদুল ইসলাম বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি ফ্ল্যাট পড়ে মারা গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Bootstrap Image Preview