Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নতুন বছরে একটাই লক্ষ্য মেসি এবং বার্সেলোনার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০২০, ০২:৩১ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০২০, ০২:৩১ PM

bdmorning Image Preview


স্প্যানিশ লা লিগায় চ্যাম্পিয়ন হওয়াটা যেন এখন ডাল-ভাতে পরিণত হয়েছে বার্সেলোনার জন্য। তাদেরকে হটিয়ে শীর্ষে আসাটা রিয়ালের পক্ষেও দুরহ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বার্সার একটাই আক্ষেপ, চ্যাম্পিয়ন্স লিগ জেতা হচ্ছে না তাদের দীর্ঘদিন। সেই ২০১৪-১৫ সালের পর আর লা লিগা জেতা হয়নি কাতালানদের।

আন্দ্রে ইনিয়েস্তা ক্লাব ছাড়ার পর বার্সার নেতৃত্বভার এখন লিওনেল মেসির কাঁধে। নিজের নেতৃত্বে ক্লাবকে একটি ইউরোপিয়ান সেরার পুরস্কার এনে দেয়ার খুব ইচ্ছা মেসিরও। ক্লাব এবং অধিনায়কের ইচ্ছা এসে মিশে গেছে এক বিন্দুতে। সুতরাং, ২০২০ সালের নতুন বছরে বার্সেলোনা এবং মেসির একটাই চাওয়া- চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি।

গত ডিসেম্বরে ৬ষ্ঠবারেরমত ব্যালন ডি’অর জেতার পরই মেসি জানিয়েছিলেন, তিনি আরও এক কিংবা একাধিক চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে চান।

শুধু লিওনেল মেসিই নন, একই ধরনের অনুভুতি প্রকাশ করেছেন বার্সেলোনার অন্য ফুটবলাররাও। কিন্তু গত দুটি মৌসুমেই একেবারে অপ্রত্যাশিতভাবে তাদের চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্ন শেষ হযে যায়। এবার নতুন লক্ষ্য ২০২০।

২০১৯ সালেরর শেষটা ভালোভাবেই শেষ করেছে বার্সা। লা লিগায় ছিল শীর্ষে। ২ পয়েন্ট এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদের চেয়ে। চ্যাম্পিয়ন্স লিগেও গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়েই শেষ ১৬’য় উঠেছে। যেখানে প্রতিপক্ষ হিসেবে বার্সা পেয়েছে ইতালিয়ান ক্লাব ন্যাপোলিকে।

তবে সাধারণভাবে বললে বার্সার জন্য ২০১৯ সালটা মোটেও স্মরণীয় কোনো বছর ছিল না। লিভারপুলের মাঠে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগে বিধ্বস্ত হতে হয়েছিল তাদের। শেষ পর্যন্ত বিদায় ঘণ্টাও বাজিয়ে দেয় সেটা। এছাড়া কোপা ডেল রে’র ফাইনালেও পরাজয় বরণ করে নিতে হয়েছে ভ্যালেন্সিয়ার কাছে।

তবে বার্সার কাছে এখন ২০১৯ হচ্ছে একটি ইতিহাসের নাম। তাদের মূল লক্ষ্য ২০২০ সাল। এই বর্ষেই অর্জনগুলোকে সমৃদ্ধ করে নিতে হবে। এর অর্থ, আবারও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে চায় বার্সা এবং দলটির অধিনায়ক লিওনেল মেসি।

Bootstrap Image Preview