Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সোলেইমানি হত্যাকাণ্ডঃ বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে পতন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০২০, ০৯:২৮ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০২০, ০৯:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ইরাকে মার্কিন বাহিনীর হাতে ইরানি জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার জেরে আজ শুক্রবার তেলের বাজার ঊর্ধ্বমুখী হয়েছে। সেই সঙ্গে বিশ্বের প্রধান শেয়ারবাজারগুলোতে পতন দেখা দিয়েছে। লন্ডন, ফ্রাঙ্কফুর্ট ও প্যারিসের শেয়ারবাজার নিম্ন সূচক নিয়ে দিন শুরু করে। সেই সঙ্গে হংকংয়েও হ্রাস পায়। শাংহাইয়ে কিছুটা পরিবর্তন এসেছে। আর জাপানের বাজার ছিল বন্ধ।

বার্তা সংস্থা এপি’র প্রতিবেদনে বলা হয়, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের এলিট বাহিনী ‘কুদস ফোর্স’ প্রধান জেনারেল কাসেম সোলেইমানি বিমান হামলায় নিহত হওয়ার ঘটনায় মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মাঝে ভূরাজনৈতিক অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সোলেইমানি হত্যার জবাব ইরান কীভাবে দেবে, তা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে অতীতে দেখা গেছে, তেহরান তেলের জাহাজ জব্দ ও মার্কিন সামরিক বাহিনীর ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটিয়েছে। শুক্রবার লন্ডনে অশোধিত তেলের আন্তর্জাতিক দাম ব্যারেল প্রতি ২.১০ ডলার বেড়ে ৬৮.৩৬ ডলারে ওঠে যায়। তবে একপর্যায়ে দাম বৃদ্ধি পেয়েছিল প্রায় ৩ ডলার।

নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে প্রতি ব্যারেল অশোধিত তেলের দাম ১.৭৯ ডলার বেড়ে ৬২.৯৭ ডলার হয়েছে। তেল উৎপাদনকারী মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার পাশাপাশি নিউজিল্যান্ডে তেলের দাম বেড়েছে এবং তাইওয়ানে কিছুটা পরিবর্তন এসেছে।

শেয়ার বাজারে দিনের শুরুতে লন্ডনের এফটিএসই সূচক ০.৫ শতাংশ, জার্মানির ডিএএক্স সূচক ০.৯ শতাংশ ও ফ্রান্সের সিইসি সূচক ০.৫ শতাংশ কমে যায়। যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ও ডোও জোনস ইন্ডাস্ট্রিয়াল এভারেজ হ্রাস পায় ০.৮ শতাংশ।

এশিয়াতে হংকং ০.৩ শতাংশ, শাংহাই ১.৫, ভারত ০.৫ শতাংশ সূচক হারিয়েছে। তবে দক্ষিণ কোরিয়ায় ১ পয়েন্ট ও অস্ট্রেলিয়ায় ০.৬ শতাংশ সূচক বেড়েছে।

কে এই জেনারেল সোলেইমানি?

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জেনারেল কাসেম সোলেইমানির সামরিক ও ব্যক্তিগত জীবন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদন ও অন্যান্য প্রতিবেদনের আলোকে জেনারেলর কাসেম সোলেইমানির পরিচয় তুলে ধরা হলো :

জেনারেল কাসেম সোলেইমানি ইরানের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। দেশটির জনপ্রিয় ব্যক্তিদের মধ্যেও তিনি অন্যতম ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ অনেক দেশই জেনারেল কাসেম সোলেইমানিকে প্রধান শত্রু ভাবত।

জেনারেল কাসেম সোলেইমানিকে সাম্প্রতিক সময়ে ইরানের সবচেয়ে বড় তারকা বলে মনে করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার বিপুল সংখ্যক অনুসারী রয়েছেন। ২০১৩ সালে সিরিয়া যুদ্ধে ইরানের হস্তক্ষেপের পর তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। তার প্রোফাইল যুদ্ধক্ষেত্রের ছবি, তথ্যচিত্র, গানের ভিডিও ও অ্যানিমেশন চলচ্চিত্রের পোস্টে ভারি হয়ে ওঠে।

২০১৮ সালে ইরানপোল ও মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় যৌথভাবে একটি জরিপ প্রকাশ করেছে, যেখানে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি ও পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের চেয়েও কাসেম সোলেইমানিকে এগিয়ে রাখা হয়েছে।

ইরানের হয়ে দেশের বাইরে অভিযান পরিচালনার জন্য গঠিত বিশেষ বাহিনী কুদস ফোর্সের দায়িত্বে ছিলেন জেনারেল কাসেম সোলেইমানি। এ বাহিনীতে তার দক্ষ নেতৃত্বের কারণেই ইরান আঞ্চলিকভাবে শক্তিশালী অবস্থানে যেতে পেরেছে। ২০১৮ সালে ইরানের সামরিক শক্তির নেপথ্যের অন্যতম কারিগর হিসেবে জেনারেল কাসেম সোলেইমানি সামনে চলে আসেন।

জেনারেল কাসেম সোলেইমানির আঞ্চলিক প্রভাব এত বেশি যে, সম্প্রতি ইরাকে সরকার পরিবর্তনের যে চেষ্টা চলছে তার পেছনেও সোলেইমানির ভূমিকা রয়েছে বলে মনে করা হয়। রাজনৈতিকভাবে ইরাকের এ অস্থির পরিস্থিতিতেও তিনি দেশটিতে অবস্থান করছিলেন।

গত বছরের অক্টোবরে একটি ইরানি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল কাসেম সোলেইমানি জানিয়েছিলেন, ২০০৬ সালের ইসরাইল-হিজবুল্লাহ লড়াইয়ের সময় তিনি লেবাননে ছিলেন। এ সময় তিনি মাঠে থেকে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন।

জেনারেল কাসেম সোলেইমানির শত্রু ও মিত্রু–উভয়ই তাকে ইরানের আঞ্চলিক প্রভাবের মূল স্থপতি হিসেবে স্বীকার করে নিয়েছেন। ইরাক ও সিরিয়া ছাড়াও পুরো মধ্যপ্রাচ্যে ইরানের কূটনৈতিক শক্তি বাড়িয়েছেন তিনি।

বিশ্ব বিখ্যাত টাইম ম্যাগাজিন ২০১৭ সালে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির যে তালিকা প্রকাশ করে তাতে জেনারেল কাসেম সোলেইমানিকে স্থান দেয়। টাইম ম্যাগাজিনেই তাকে নিয়ে নিবন্ধ লেখেন সিআইএ’র বিশ্লেষক কিনেথ পোলাক। এতে তিনি লেখেন, মধ্যপ্রাচ্যের শিয়াদের কাছে জেনারেল কাসেম সোলেইমানি একাধারে জেমস বন্ড, এরউইন রোমেল ও লেডি গাগা। আর পশ্চিমারা মনে করেন, বিদেশে তিনি ইরানি ইসলামী বিপ্লব রপ্তানি করেছেন, সন্ত্রাসবাদে সমর্থন দিয়েছেন ও পশ্চিমাপন্থী সরকারগুলো হটাতে ভূমিকা পালন করছেন। বিদেশের যুদ্ধে ইরানের জড়িয়ে পড়ার নেতৃত্ব দিয়েছেন।

সাম্প্রতিক সময়ে ইরানে অর্থনৈতিক সংকটের সরকারবিরোধী বিক্ষোভ মাথাচাড়া দিয়ে উঠলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশ ইরানের ওপর চাপ প্রয়োগ করতে শুরু করে। ইরানের এই অস্থির রাজনীতিতে শৃঙ্খলা ফেরাতে অনেক ইরানিই কাসেম সোলেইমানির হস্তক্ষেপ কামনা করেন।

বাইরে থেকে যুক্তরাষ্ট্রও নতুন করে চাপ বাড়িয়েছিল। তখন ইরানিদের অনেকে অভ্যন্তরীণ রাজনীতিতে সোলেইমানিকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছিলেন। এ সময় তিনি ইরানের প্রেসিডেন্ট পদে লড়ছেন বলে গুজব ছড়িয়ে যায়। তিনি নিজেই এটিকে গুজব বলে জানিয়েছেন।

দেশের রাজনীতির বাইরে প্রতিবেশী ইরাকের রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কাসেম সোলেইমানির। ইরাকে নতুন সরকার গঠনের আলোচনা শুরু হলে গত সেপ্টেম্বরে হঠকারী গণভোটের পর কুর্দিশদের স্বাধীনতা পরিকল্পনা বাতিল করতে চাপ প্রয়োগের নেতৃত্ব দিয়েছেন তিনি।

কাসেম সোলেইমানিকে ইরানের সঙ্গে লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনেরে হামাসসহ বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীর সম্পর্কের মূলহোতা হিসেবে ভাবতেন পশ্চিমারা।

Bootstrap Image Preview