Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জনতার ঢল, পুলিশের কড়া নিরাপত্তায় আজহারীর দুইটি মাহফিল সম্পন্ন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০২০, ০৫:০০ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০২০, ০৫:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বাংলাদেশের জনপ্রিয় তরুণ ইসলামিক স্কলার ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসিরে কুরআন ড. মিজানুর রহমান আল-আজহারীর দু’টি মাহফিল পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মৌলভীবাজারে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ।

মৌলভীবাজারের বড়লেখার সুজানগর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় মাঠে এবং সদর উপজেলার সরকার বাজারে বুধবার (১ জানুয়ারি) দুপুরে সিএনজি শ্রমিক সমিতির আয়োজনে মাহফিল অনুষ্ঠিত হয়।

ড. আজহারী মাঠে আসার আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে উপচে পড়ে জনতার ঢল। তখন জনতার স্রোতে মাহফিল স্থল ও আশপাশের এলাকা মহা জনসমূদ্রে পরিণত হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনতে শিশু থেকে শুরু করে লক্ষাধিক নারী-পুরুষের সমাগম ঘটে। বিশেষ করে মৌলভীবাজার জেলার লোকজন ছাড়াও সিলেট বিভাগের সবগুলো জেলা-উপজেলা থেকে এসে লোকজন তার মাহফিলে অংশগ্রহণ করেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান, মিজানুর রহমান আজহারীর মাহফিল ঘিরে নিরাপত্তার জন্য আমরা পুলিশ মোতায়েন করেছিলাম। পাশাপাশি বিভিন্ন বাহিনীর আরও সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিলেন। মাহফিলে লক্ষাধিক মুসল্লি উপস্থিত ছিলেন। সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে মাহফিল সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Bootstrap Image Preview