Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেয়রপ্রার্থী ইশরাক শিবিরের গোপন লোক, নাজমুলের বিস্ফোরক মন্তব্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০২০, ০৫:০০ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০২০, ০৫:০০ PM

bdmorning Image Preview


আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দক্ষিণ বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের সদ্য প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জি. ইশরাক হোসেন।

এবার সেই ইশরাককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম।

সদ্য নির্বাচিত ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম মেয়র প্রার্থী ইঞ্জি. ইশরাক হোসেনের সঙ্গে দেখা করা নিয়ে তীব্র সমালোচনা করেছেন এ সাবেক ছাত্রলীগ নেতা।

বৃহস্পতিবার ভোর ৪টায় নাজমুলের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো

‘আসল ঘটনা হলো এইটা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী ইঞ্জি. ইশরাক হোসেনের সঙ্গে দেখা করেছেন ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে মনোনয়ন দাখিল করেন প্রয়াত সাদেকপুত্র ইঞ্জি. ইশরাক হোসেন। পরে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বৈঠককালে তার সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেছেন শিবির সভাপতি ও সেক্রেটারি জেনারেল সালাহউদ্দিন আইউবীসহ আরও অনেক নেতাকর্মী।’

নাজমুল সিদ্দিকি তার স্ট্যাটাসে আরো লেখেন, ‘বিএনপি থেকে ইঞ্জি. ইশরাক হোসেনের মনোনয়নপ্রাপ্তিতে শিবির নেতাদের বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছিল (মনে হয় দেহে প্রাণ ফিরে পেয়েছে)। সাক্ষাতের সময় শিবির সভাপতি ইশরাককে নিজেদের সমর্থনকারী দলীয় প্রার্থী হিসেবেই নেতাকর্মীদের মাঝে পরিচয় করিয়ে দেন।’

স্ট্যাটাসে নাজমুল সিদ্দিকি দাবি করেন, ‘শিবির সভাপতি সিরাজুল বলেছেন, ইঞ্জি. ইশরাক আমাদের সংগঠনের দীন-ই ভাই। ইশরাক ভাই ইতিপূর্বে সংগঠনের অনেক ইউনিটের গোপনীয়তার সহিত দায়িত্ব পালন করেছেন, যা অনেকের অজানা। তাই সিটি নির্বাচন নিয়ে শিবির নেতাকর্মীদের তার পাশে থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

সাবেক এই ছাত্রলীগ নেতা আরো লেখেন, ‘ইঞ্জি. ইশরাকের মনোনয়ন প্রসঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত নেতা ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জু বলেন, অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জি. ইশরাক শিবিরের দায়িত্বশীল নেতা ছিল বলেই আমি জানি। শিবিরের অনেক প্রশিক্ষণ প্রোগ্রামে আমি ইশরাক হোসেনকে উপস্থিত দেখেছি।’

সিদ্দিকি নাজমুলের আরো দাবি করে স্ট্যাটাসে উল্লেখ করেছেন, ছাত্রশিবিরের সাবেক এই সভাপতি নাকি আরও বলেছেন, আমি ইঞ্জি. ইশরাক হোসেনকে ছোট থেকেই ব্যক্তিগতভাবে চিনি। সে স্কলাস্টিকা স্কুলে পড়ার সময় থেকেই শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলে। সেখানে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল শেষ করে উচ্চশিক্ষার জন্য ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারে (যুক্তরাজ্য) চলে যায়। যুক্তরাজ্য থাকাকালে ইশরাক শিবিরের রাজনীতির সাথে জড়িয়ে পড়ে। উচ্চতর ডিগ্রি শেষে বাংলাদেশে ফিরে শিবিরের পরামর্শেই বিএনপির রাজনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করে। শিবিরের এজেন্ডা বাস্তবায়নই হচ্ছে ইশরাকের মূল লক্ষ্য।’

Bootstrap Image Preview