Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন বাবা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯, ০৫:৪৭ PM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯, ০৫:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নেত্রকোনার মোহনগঞ্জে সাদ্দাম হোসেন (২৪) নামে মাদকসেবী এক ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তার বাবা।

সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার মাঘান-সিয়াধার ইউনিয়নের বড় বেথাম গ্রামের মজিবুর রহমান তার মাদকাসক্ত ওই ছেলেকে পুলিশের হাতে তুলে দেন।

পুলিশ ও মাদকাসক্ত সাদ্দামের পরিবার সূত্রে জানা গেছে, বড়-বেথাম গ্রামের মজিবুর রহমানের ছেলে সাদ্দাম হোসেন সঙ্গদোষে বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে মাদকাসক্ত হয়ে পড়েন। গত প্রায় ৪ বছর ধরে তিনি নিয়মিত গাঁজা ও ইয়াবা সেবন করছিলেন। মাঝে মধ্যে মাদকের টাকার জন্য তিনি তার বাবা-মায়ের ওপর চড়াও হতেন। এ অবস্থায় মাদকসেবী ছেলেকে নিয়ে তার বাবা-মা চরম বিপাকে পড়েন। পরে মাদকের হাত থেকে আদরের ছেলেকে ফেরাতে অনেক চেষ্টাও করে পরিবারটি। কিন্তু কোনোভাবেই মাদকসেবন থেকে বিরত রাখতে পারছিলেন না তার বাবা-মা।

একইভাবে সোমবার রাত সাড়ে দশটার দিকে তিনি তার বাবার কাছ থেকে টাকা পেয়ে তিনি তার বাবা-মা ওপর চড়াও হন এবং বসতঘরে ভাঙচুর করতে থাকেন। পরে নিরূপায় হয়ে তার বাবা তাকে পুলিশের হাতে তুলে দেন।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কলের কণ্ঠকে বলেন, মাদকাসক্ত ওই ছেলের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Bootstrap Image Preview